ঢাকা     মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ২ ১৪৩১

কুরস্কে ইউক্রেনীদের অগ্রযাত্রা ঠেকানোর দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১০ আগস্ট ২০২৪  
কুরস্কে ইউক্রেনীদের অগ্রযাত্রা ঠেকানোর দাবি রাশিয়ার

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা কুরস্ক প্রদেশে ইউক্রেনীয় বাহিনীর অগ্রযাত্রা ঠেকিয়ে দিয়েছে। অবশ্য মস্কোর এই দাবির পর কুরস্কে একটি বিদ্যুৎ সাবস্টেশনে হামলার পরে আঞ্চলিক বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। শনিবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

আন্তর্জাতিক সীমান্তের  সাত থেকে ১১ মাইল দূরের তিনটি গ্রামে যুদ্ধ চলছে বলে জানা গেছে। ইভাশকোভস্কয়, মালায়া লোকন্যা এবং ওলগোভকায় এর আগে ইউক্রেনীয় বাহিনী অগ্রসর হয়েছিল।

শনিবার সকালের বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা ‘শত্রুর ভ্রাম্যমান বাহিনীর রাশিয়ান ভূখণ্ডের গভীরে যাওয়ার প্রচেষ্টাকে ব্যর্থ করেছে।’

রাশিয়ার কুরস্ক অঞ্চলে কিয়েভ ও মস্কো বাহিনীর মধ্যে প্রচণ্ড লড়াই তৃতীয় দিনে গড়িয়েছে। গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সেনাদের রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়