চলতি সপ্তাহে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান
চলতি সপ্তাহেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। সোমবার হোয়াইট হাউস এই সতর্কবার্তা দিয়েছে।
দুই সপ্তাহ আগে ইরানের রাজধানীতে একটি গেস্ট হাউসে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা করা হয়। ইরান এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে এবং এর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। তবে প্রতিশোধ নিতে ইরান কী ধরনের হামলা চালাতে পারে তা এখনো স্পষ্ট নয়।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেছেন, ইরানের হামলা ‘চলতি সপ্তাহে হতে পারে। আক্রমণের ধরণ কী হতে পারে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
কিরবি আরো জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র গত কয়েক দিনে "এ অঞ্চলে তার শক্তি ও সক্ষমতা’ ব্যাপকভাবে বাড়িয়েছে।
পশ্চিমা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইরানের হুমকির পর যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধবিমান, নৌ যুদ্ধজাহাজ এবং এমনকি একটি পারমাণবিক চালিত সাবমেরিন মোতায়েন করেছে।
ঢাকা/শাহেদ