ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশ পাকিস্তানি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ১৩ আগস্ট ২০২৪   আপডেট: ২১:৩৬, ১৩ আগস্ট ২০২৪
বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশ পাকিস্তানি

বিদেশে পাকিস্তানি ভিক্ষুকের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির কর্মকর্তারা। একজন শীর্ষ কর্মকর্তা বিদেশে পাকিস্তানিদের বিষয়ে সিনেটের স্থায়ী কমিটিকে জানিয়েছেন, বিদেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশ পাকিস্তানি বংশোদ্ভূত। মঙ্গলবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, গত আড়াই বছরে ভিক্ষুক সন্দেহে ৪৪ হাজার যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনা হয়েছিল। সম্প্রতি, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি মানব পাচারকারী এবং ভিক্ষুক মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয়টি জোরদার করার গভীর আগ্রহ করেছেন।

আরো পড়ুন:

কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য ভিক্ষুকদের ‘গ্যাং’ মূলত দক্ষিণ পাঞ্জাব জেলাগুলোর বাইরে কাজ করে এবং তারা মুলতান বিমানবন্দর থেকে হজ বা ওমরার করার ভিসায় সৌদি আরব যাওয়ার চেষ্টা করে।

কাদির কামার নামের এক কর্মকর্তা বলেন, যেসব যাত্রীর কাছে ভুয়া ও সন্দেহজনক ভ্রমণ কাজগপত্র পাওয়া যাবে তাদেরকে বিমান থেকে নামিয়ে দেওয়া হবে।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়