ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুদানে ভারী বর্ষণে ৬৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ১৪ আগস্ট ২০২৪  
সুদানে ভারী বর্ষণে ৬৮ জনের মৃত্যু

সুদানে ভারী বর্ষণে কয়েক ডজন মানুষ মারা গেছে। বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর দেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের ফলে সুদানে অন্তত ৬৮ জন নিহত হয়েছে।

২০১৯ সালের পর থেকে রেকর্ড করা সবচেয়ে ভারী বর্ষণ দেশের পশ্চিম, উত্তর এবং পূর্বাঞ্চলকে প্রভাবিত করেছে। প্রবল বর্ষণের কারণে আশেপাশের এলাকা প্লাবিত হয়েছে এবং বাড়িঘর, খামার ও অবকাঠামো ধ্বংস হয়েছে। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, বন্যার ফলে জুন থেকে প্রায় ২৭ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

পশ্চিম দারফুর রাজ্যের জেবেল মারা অঞ্চলের রোকেরো শহরে অন্তত ১২ জন নিহত হয়েছেন।

স্থানীয় নেতা আবদুল্লাহ হুসেন আদম বলেন, ‘সাধারণত জেবেল প্রাণঘাতী বন্যা হয় না। অনেক বৃষ্টি হয় কিন্তু পানি চলে যায়। এই বছর এটি ভিন্ন।’

তিনি গার্ডিয়ানকে জানান, তারা নয়জনের মৃতদেহ খুঁজে পেয়েছেন, কিন্তু তিনজন এখনও নিখোঁজ রয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়