সুদানে অনাহার ‘প্রায় সর্বত্রই’
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
যুদ্ধবিধ্বস্ত সুদানে অনাহার ‘প্রায় সর্বত্রই’। দেশটির পরিস্থিতি এই মুহূর্তে খুবই উদ্বেগজনক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান দেশটি সফরের পর বিবিসি’র টুডে প্রোগ্রামে এ কথা বলেছেন।
সংস্থার মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস বলেছেন, ‘সুদানের পরিস্থিতি খুবই উদ্বেগজনক... ব্যাপক বাস্তুচ্যুতি - এটা অবশ্যই এখন বিশ্বের বৃহত্তম দুর্ভিক্ষ।’
তিনি জানান, সুদানের এক কোটি ২০ লাখ মানুষ ইতিমধ্যেই বাস্তুচ্যুত হয়েছে। সুদানের প্রতি বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ ‘সত্যিই কম’ এবং এক্ষেত্রে জাতি একটি কারণ।
২০২৩ সালের এপ্রিলে সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর মধ্যে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
টেডরস বিবিসিকে বলেছেন, ‘ভাবুন: ধ্বংস, বাস্তুচ্যুতি, সর্বত্র রোগ এবং এখন দুর্ভিক্ষ।’
জাতিসংঘের মহাসচিব জানান, তিনি সম্প্রতি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদের জন্য একটি ক্যাম্প এবং সুদানের একটি হাসপাতাল পরিদর্শন করেছেন।
তিনি বলেন, ‘আপনারা সেখানে হাড়-চর্মসার শিশু দেখেছেন। প্রায় দুই কোটি ৫০ লাখ অর্থাৎ সুদানের জনসংখ্যার অর্ধেক মানুষের ‘সহায়তা প্রয়োজন।’
আধানম জোর দিয়ে বলেন, সুদান ‘তার প্রাপ্য মনোযোগ পাচ্ছে না’ এবং আফ্রিকার সাম্প্রতিক অন্যান্য সংঘাতের ক্ষেত্রেও এটি ছিল।
তিনি বলেন, ‘আমি মনে করি, এখানে জাতিগত বিষয়টি রয়েছে। আমি এখন সেটাই অনুভব করছি। আমরা এখন প্যাটার্ন দেখতে পাচ্ছি।’
ইথিওপিয়ায় যুদ্ধের সময় বেড়ে ওঠা আধানম বলেন, ‘বিশেষত আফ্রিকায়, আমি মনে করি, মনোযোগ সত্যিই খুব কম।’
ঢাকা/শাহেদ