ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ট্রাম্পের টুইট অবাক করার মতো: জন বোল্টন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৭ নভেম্বর ২০২৪   আপডেট: ১৫:৪০, ৭ নভেম্বর ২০২৪
সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ট্রাম্পের টুইট অবাক করার মতো: জন বোল্টন

জন বোল্টন

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার ‍মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে বিজয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। 

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনামিক টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। গত ৩১ অক্টোবর এক্স হ্যান্ডেলে এক পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টানসহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও গণ লুটের নিন্দা জানান তিনি। 

ফলে অনেকের মনেই প্রশ্ন জেগেছে, এবার কি তাহলে হোয়াইট হাউজে গিয়ে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে কোনো পদক্ষেপ নেবেন ট্রাম্প? 

ভারতীয় বার্তা সংস্থা এএনআই আজ বৃহস্পতিবার ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। 

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পের ‍ওই টুইট প্রসঙ্গে জন বল্টন বলেন, ‘বাংলাদেশ নিয়ে যে ট্রাম্প টুইট করেছেন, তা বেশ অবাক করে দেওয়ার মতো। বাংলাদেশ নিয়ে এর আগে ট্রাম্প খুব একটা আগ্রহ দেখাননি। হয়তো কেউ তাকে এটি করার পরামর্শ দিয়েছে, তবে এই টুইটের জন্য বিশেষ কোনও ব্যক্তির কথা উল্লেখ করতে পারব না। তিনি সত্যিই এই ইস্যুতে আগ্রহী কিনা এবং কিছু করার পরিকল্পনা করছেন কিনা, এই বিষয়টি দেখার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। এই ইস্যুটি তার অগ্রাধিকারের তালিকায় থাকবে, আমি ব্যক্তিগতভাবে তা বিশ্বাস করি না।’

২০১৬ সালে ট্রাম্প যখন প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বোল্টন। অস্ত্র ব্যবসা ও যুদ্ধ সমর্থনের কারণে তিনি বেশ বিতর্কিত ব্যক্তিত্ব।

/ফিরোজ/


সর্বশেষ

পাঠকপ্রিয়