ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথম উভচর আক্রমণকারী জাহাজ উদ্বোধন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ২৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৩৫, ২৮ ডিসেম্বর ২০২৪
প্রথম উভচর আক্রমণকারী জাহাজ উদ্বোধন করল চীন

চীন তার নৌবাহিনীকে আরো আধুনিক ও শক্তিশালী করতে প্রথমবারের মতো উভচর আক্রমণকারী (অ্যাসল্ট) জাহাজ উন্মোচন করেছে। টাইপ ০৭৬ ডুয়াল-ইউজ অ্যাসল্ট জাহাজটি শুক্রবার (২৭ ডিসেম্বর) সাংহাইয়ের হুডং-ঝংহুয়া শিপইয়ার্ডে উন্মোচন করা হয়।

শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। 

আরো পড়ুন:

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের নামানুসারে জাহাজটির নাম ‘সিচুয়ান’ রাখা হয়েছে। এটি নির্মাণ করেছে চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হুতোং-চোংহুয়া শিপবিল্ডিং।

জাহাজটির ওজন ৪০ হাজার মেট্রিক টনেরও বেশি। এতে ফিক্সড-উইং এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং উভচর ল্যান্ডিং ক্রাফট থাকবে। এটি দ্বীপাকৃতির সুপারস্ট্রাকচার ডিজাইন এবং পূর্ণ-দৈর্ঘ্যের ফ্লাইট ডেকের পাশাপাশি একটি ইলেক্ট্রোম্যাগনেটিক অস্ত্র দিয়ে সজ্জিত। যা এটিকে চীনের সামরিক বাহিনীর জন্য একটি মূল সম্পদ করে তুলেছে।

শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানের পর, জাহাজটি চালু করা হয়। অনুষ্ঠানে চীনা নৌবাহিনীর নেতৃবৃন্দ, সিচুয়ান প্রাদেশিক সরকারের প্রতিনিধি এবং জাহাজটির নির্মাণকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার বৈজ্ঞানিক ও প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য চীন তার প্রথম আইসব্রেকার জাহাজ ‘তান সুও সান হাও’ উন্মোচনের একদিন পরেই অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘সিচুয়ান’ চালু করল।

সিনহুয়া নিউজের প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন তার প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান (স্টিলথ ফাইটার জেট) নির্মাণের কাজও শেষ করেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের খবর অনুসারে, তিন ইঞ্জিনবিশিষ্ট যুদ্ধবিমানটিকে সম্প্রতি চেংদু শহরের উপর দিয়ে পঞ্চম প্রজন্মের জে-২০ যুদ্ধবিমানের পাশাপাশি উড়তে দেখা গেছে ধারণা করা হচ্ছে। তবে, ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের তথ্য আনুষ্ঠানিকভাবে বেইজিং এখনও নিশ্চিত করেনি। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়