ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লস অ্যাঞ্জেলসে দাবানলে বিধ্বস্ত এলাকায় লুটপাটের চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৫:২০, ১০ জানুয়ারি ২০২৫
লস অ্যাঞ্জেলসে দাবানলে বিধ্বস্ত এলাকায় লুটপাটের চেষ্টা

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের যেসব এলাকায় দাবানল নিয়ন্ত্রণে এসেছে সেসব এলাকায় লুটপাটের চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তাই লস অ্যাঞ্জেলসের পুলিশ বিভাগ কারফিউ জারির পরিকল্পনা করছে। শুক্রবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার থেকে এ পর্যন্ত ২০ জনকে আটক করা হয়েছে। লুটপাটের প্রচেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির সরকারি কর্মকর্তারা ভয়াবহ দাবানলের পর বাড়িঘর থেকে যারা চুরি করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন এবং জোর দিয়ে বলছেন যে আইন লঙ্ঘনকারীদের পরিণতি ভোগ করতে হবে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি বোর্ড অফ সুপারভাইজার্সের সদস্য ক্যাথরিন বার্গার স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “জরুরি অবস্থার মধ্যেও আমরা সবাই এমন ব্যক্তিদের দেখেছি যারা বাড়িঘরে চুরি ও লুটপাটের মাধ্যমে দুর্বল সম্প্রদায়গুলোকে লক্ষ্যবস্তু করছে। এটি একেবারেই অগ্রহণযোগ্য।”

এরপর বার্গার সরাসরি লুটেরাদের উদ্দেশ্যে বললেন, “আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের জবাবদিহি করতে হবে। এই সংকটের সময় যারা আমাদের বাসিন্দাদের শিকার করছে, তাদের লজ্জা করা উচিত।”

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেছেন, “লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফের বিভাগ আনুষ্ঠানিকভাবে উভয় অগ্নিকাণ্ডের জন্য ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ডের সহায়তার চেয়েছে। তারা আমাদের ট্র্যাফিক নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সহায়তা করবে।”

শেরিফ জানিয়েছেন, সংস্থাটি সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত দুটি এলাকায় কারফিউ জারি করতে কাজ করছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়