ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ২৬ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গাজায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

যুদ্ধবিরতির সুযোগে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করছেন উদ্বাস্তু ফিলিস্তিনিরা (ছবি : বিবিসি)

ডেস্ক রিপোর্ট : গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। ফিলিস্তিনের এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হামাস সদস্যদের হামলায় ইসরায়েলের ৪০ জন নিহত হয়েছেন। এর মধ্যে দুইজন বেসামরিক ইসরায়েল রয়েছেন।

এদিকে শনিবার সকাল থেকে দুই পক্ষের মধ্যে ১২ ঘণ্টার যুদ্ধবিরতি চলছে।

৮ জুলাই থেকে গাজায় ইসরায়েলের হামলায় লাফিয়ে লাফিয়ে মৃতের লেখচিত্র উপরে উঠছে। ১৯ দিনের হামলায় প্রতিদিন গড়ে ৫০ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। বিশেষ করে ইসরায়েল স্থলপথে হামলা শুরু করার পর থেকে বেশি মানুষ মারা গেছেন। নিহতদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

অন্যদিকে যুদ্ধবিরতির সুযোগে উদ্বাস্তু ফিলিস্তিনিরা প্রয়োজনীয় খাদ্য, পানীয় জল এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্র সংগ্রহ করছেন। অনেকে নিজ গৃহে ফিরে যাচ্ছেন। কিন্তু ইসরায়েল এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, যেসব এলাকায় হামলা হচ্ছে সেখানে যেন কেউ ফিরে না আসে।

তা ছাড়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫ হাজার ৮৭০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

 

 

তথ্যসূত্র : বিবিসি অনলাইন।

রাইজিংবিডি/ঢাকা/২৬ জুলাই ২০১৪/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়