ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৪০ বছরের মধ্যে প্রথমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটলের অভ্যন্তরে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ১৮ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩৫, ১৮ জানুয়ারি ২০২৫
৪০ বছরের মধ্যে প্রথমবার ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান হবে ক্যাপিটলের অভ্যন্তরে

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ক্যাপিটল ভবনের অভ্যন্তরে অনুষ্ঠিত হবে। তীব্র ঠান্ডার কারণে ৪০ বছরের মধ্যে প্রথমবারের মতো ক্যাপিটল বাইরের পরিবর্তে অভ্যন্তরে এ অভিষেক অনুষ্ঠান হবে। শনিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। 

ট্রাম্প লিখেছেন, “দেশজুড়ে আর্কটিক বিস্ফোরণ চলছে। আমি কোনোভাবেই মানুষকে আহত দেখতে চাই না। অতএব, আমি প্রার্থনা এবং অন্যান্য বক্তৃতার পাশাপাশি উদ্বোধনী ভাষণটি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল রোটুন্ডায় আয়োজনের নির্দেশ দিয়েছি।

ক্যাপিটল ভবনের গম্বুজের নিচের স্থানটুকুকে রোটুন্ডা নামে ডাকা হয়। একে ক্যাপিটল ভবনের প্রতীক ও হৃৎপিণ্ড বলা হয়।

১৯৮৫ সালে প্রচণ্ড ঠান্ডার কারণে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানটি ক্যাপিটলের ভেতরে স্থানান্তর করা হয়েছিল। তৎকালীন রিপাবলিকান প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দ্বিতীয় শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় বিকেলের ঠান্ডা বাতাসের তাপমাত্রা মাইনাস ১০ থেকে মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ছিল।

সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের শপথ গ্রহণের সময় তাপমাত্রা প্রায় ১৯ ফারেনহাইট (মাইনাস ৭ সেলসিয়াস) থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠান্ডা বাতাসের কারণে তাপমাত্রা আরো শীতল অনুভূত হতে পারে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়