ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:১১, ১ ফেব্রুয়ারি ২০২৫
ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তে নিহত ৬

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের ঘটনায় ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন। শনিবার ফিলাডেলফিয়ার মেয়র এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে উত্তর-পূর্ব ফিলাডেলফিয়া বিমানবন্দর থেকে যাত্রা শুরু করার পর লিয়ারজেট ৫৫ বিমানটি বিধ্বস্ত হয়। বিমানবন্দর থেকে চার মাইলেরও কম দূরে এটি বিধ্বস্ত হয়।

এফএএ এক বিবৃতিতে জানিয়েছে যে ফ্লাইটটি মিসৌরির স্প্রিংফিল্ড-ব্র্যানসন জাতীয় বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ফিলাডেলফিয়ার ঘনবসতিপূর্ণ অংশে অবস্থিত তিন তলা বিশিষ্ট শপিং সেন্টার রুজভেল্ট মলের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। যে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেটি ছাদযুক্ত আবাসন এবং দোকানপাটে পরিপূর্ণ।

ফিলাডেলফিয়ার মেয়র চেরেল পার্কারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানটিতে থাকা ছয়জনের সবাই নিহত হয়েছেন। এদের মধ্যে এক শিশু ও তার মা, একজন ডাক্তার, প্যারামেডিক, পাইলট এবং কোপাইলট রয়েছেন।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়