ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মালিতে সোনার খনিতে ১৩ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৭, ১ ফেব্রুয়ারি ২০২৫  
মালিতে সোনার খনিতে ১৩ শ্রমিকের মৃত্যু

দক্ষিণ-পশ্চিম মালিতে সোনার খনিতে নারী ও তিন শিশুসহ ১৩ শ্রমিক নিহত হয়েছেন। শনিবার ন্যাশনাল ইউনিয়ন অফ গোল্ড কাউন্টারস অ্যান্ড রিফাইনারিজ (ইউসিআরওএম) এ তথ্য জানিয়েছে।

ইউসিআরওএম-এর মহাসচিব তাউলে কামারা রয়টার্সকে টেলিফোনে জানিয়েছেন, মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌলিকোরো অঞ্চলের কাঙ্গাবা সার্কেলের ডাঙ্গা গ্রামের কাছে একটি খোলা সোনার খনিতে এই ঘটনাটি ঘটেছে।

খনির সুড়ঙ্গে নারী ও শিশুরা মাটি খুঁড়ে অবশিষ্ট সোনার কণা খুঁজছিল। ওই সময় একটি জলাধারের স্লুইস গেট ভেঙে সুড়ঙ্গে পড়ে যায়।

তাউলে কামারা বলেছেন, “এটা গুরুতর। অনেক নারী ছিলেন। গতকাল থেকে আমরা সারাদিন পানি অপসারণ করে মৃতদেহগুলো খুঁজতে শুরু করেছি।”

পশ্চিম আফ্রিকার বেশিরভাগ অংশে খনিতে শ্রমিক হিসেবে কাজ করা সাধারণ বিষয়। সাম্প্রতিক বছরগুলোতে ধাতুর ক্রমবর্ধমান চাহিদা এবং ক্রমবর্ধমান দামের কারণে এটি আরো লাভজনক হয়ে উঠেছে। খনি শ্রমিকরা প্রায়ই অনিয়ন্ত্রিত খনন পদ্ধতি ব্যবহার করায় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়