ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে ‘উচ্চ-স্তরের দল’ গঠনের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২০:৫৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসানে ‘উচ্চ-স্তরের দল’ গঠনের সিদ্ধান্ত

ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে আজ মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে টানা চার ঘণ্টা বৈঠক করেছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। বৈঠকে দুই দেশ সম্মত হয়েছে তারা ‘উচ্চ-স্তরের দল’ গঠন করবে, যা ইউক্রেন-রাশিয়া চলমান যুদ্ধের অবসানে কাজ শুরু করবে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, “একটি ফোনকল এবং একটি বৈঠক শান্তির স্থায়ী প্রতিষ্ঠা নিশ্চিত করতে যথেষ্ট নয়। আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আজ আমরা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সামনে এগিয়ে নিয়েছি।” খবর বিবিসির।

তিনি আরো জানান, দুই দেশ তাদের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে বিদ্যমান ‘অসন্তোষ’ বা ‘ইরিট্যান্টস’ বিষয়গুলোও মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে, যা ভবিষ্যতে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে।

আরো পড়ুন:

বৈঠকে ইউক্রেন এবং ইউরোপীয় ইউনিয়নের কাউকে যুক্ত করা হয়নি। রাশিয়া-যুক্তরাষ্ট্রের মধ্যেকার এই বৈঠক ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর দুশ্চিন্তা বাড়িয়েছে। 

বৈঠকে ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার ব্যাপারে আপত্তি তুলেছে রাশিয়া। 

ইউক্রেনের প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন, পারমাণবিক অস্ত্রধারী রাশিয়ার কাছ থেকে ইউক্রেনের নিরাপত্তার একমাত্র উপায় ন্যাটোর সদস্যপদ। 

ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা উদ্বিগ্ন যে, তাদের সুরক্ষার স্বার্থকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাড়াহুড়ো করে একটি চুক্তিতে পৌঁছাতে পারেন। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, “ইউক্রেনকে ছাড়া ইউক্রেন সম্পর্কে কোনো আলোচনা বা চুক্তিকে দেশটি স্বীকৃতি দেবে না।” 

মঙ্গলবার রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠকের পর মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চান; যুক্তরাষ্ট্র শান্তি চায় এবং দেশগুলোকে একত্রিত করার জন্য বিশ্বে তার শক্তি ব্যবহার করছে। প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বের একমাত্র নেতা যিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সমঝোতা করাতে পারেন।”

ঢাকা/ফিরোজ


সর্বশেষ

পাঠকপ্রিয়