ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফের বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ১৮:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৫
ফের বৈঠকে বসছে রাশিয়া-যুক্তরাষ্ট্র

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

রাশিয়ার সঙ্গে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। রাশিয়া-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় বৈঠকটি আগামী দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

শনিবার (২২ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রায় তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানের প্রস্তুতির লক্ষ্যে গত মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াদে মস্কো ও ওয়াশিংটন তাদের প্রথম আলোচনা করেছে।

আরো পড়ুন:

আরআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পরবর্তী বৈঠকটি তৃতীয় কোন দেশে অনুষ্ঠিত হবে এবং নির্দিষ্ট স্থান নির্ধারণে একমত হওয়ার কথা রয়েছে। তবে তিনি রাশিয়ান বা আমেরিকান পক্ষ থেকে বৈঠকে কারা যোগ দেবেন সে সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি। 

রিয়াবকভ বলেন, “তথাকথিত উত্তেজনার বিষয়গুলো সমাধানে আলোচনা করার জন্য উভয় পক্ষের ‘নীতিগত চুক্তি’ হয়েছে।”

তিনি বলেন, “আজ আমরা দুটি সমান্তরাল, কিন্তু অবশ্যই, কিছুটা হলেও, রাজনৈতিকভাবে আন্তঃসংযুক্ত পথের মুখোমুখি: একটি হলো ইউক্রেনীয় বিষয়, অন্যটি দ্বিপাক্ষিক।” 

তিনি আরো বলেন, “যখন আমরা যুক্তরাষ্ট্রের নীতিতে উন্নতির জন্য দৃশ্যমান পরিবর্তন দেখতে পাই, তখন কৌশলগত স্থিতিশীলতা ও অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়ে একটি সংলাপ সম্ভব।”

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মধ্যপ্রাচ্য নিয়েও আলোচনা করতে পারে।

ক্রেমলিন জানিয়েছে, গত সপ্তাহের প্রাথমিক বৈঠকটি মূলত রাশিয়া-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের দিকে মূল ফোকাস ছিল, যা ইউক্রেন যুদ্ধের সমাধানে পৌঁছানোর দিকে ‘খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ ছিল।

ক্রেমলিন এই সপ্তাহে বলেছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এই মাসে মুখোমুখি বৈঠক সম্ভব। উভয় প্রেসিডেন্টই বলেছেন, তারা মুখোমুখি আলোচনা করতে চান। 

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়