ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতির কথা ভাবছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ১৮ মার্চ ২০২৫   আপডেট: ২০:১৯, ১৮ মার্চ ২০২৫
ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতির কথা ভাবছেন ট্রাম্প

ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য ভবিষ্যতের শান্তি চুক্তিতে রাশিয়ার অঞ্চল হিসেবে ক্রিমিয়াকে স্বীকৃতি দেওয়ার কথা বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের বরাত দিয়ে সেমাফোর নিউজ এ তথ্য জানিয়েছে।

ক্রিমিয়া ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে দখল করে নেয় রাশিয়া। বেশিরভাগ দেশই ক্রিমিয়াকে আন্তর্জাতিকভাবে ইউক্রেনের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং কিয়েভ বলেছে যে তারা কৃষ্ণ সাগর উপদ্বীপ ফিরে পেতে চায়।

বিষয়টির সাথে পরিচিত দুই ব্যক্তির বরাত দিয়ে সেমাফোর জানিয়েছে, ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তারা জাতিসংঘকে একই কাজ করার জন্য অনুরোধ করার সম্ভাবনা নিয়েও আলোচনা করেছিলেন।

রয়টার্স স্বাধীনভাবে এই প্রতিবেদনটি নিশ্চিত করতে পারেনি। 

সেমাফোর জানিয়েছে, এ ব্যাপারে হোয়াইট হাউস মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেননি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে বিভিন্ন বিকল্পের মধ্যে একটি রয়েছে ক্রিমিয়াকে রাশিয়ার অঞ্চল হিসেবে স্বীকৃতি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়