পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
|| রাইজিংবিডি.কম
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ভাওয়ালপুরে ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ও ধোয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। ছবি: ডন
পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান যেকোনো মুহূর্তে পাল্টা হামলা চালাতে পারে।
ভারতের হামলায় তিনজন পাকিস্তানি নিহত হয়েছেন বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে। হামলায় আহত হয়েছেন অন্তত ১২ জন পাকিস্তানি।
ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।
৭ মে পাকিস্তানের ভেতরে ও পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে এই হামলা চালায় ভারতের সামরিক বাহিনী। ভারত বলছে, পহেলাগামে হামলার জেরে সন্ত্রাসী স্থাপনায় হামলা চালিয়েছে তারা। কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি।
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও টিভিকে জানিয়েছেন, ভারতীয় ক্ষেপণাস্ত্র তিনটি স্থানে আঘাত করেছে, তাতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে। অবশ্য পরে আইএসপিআর জানায়, তিনটি নয়, হামলা হয়েছে পাঁচটি স্থানে।
বিবিসি লিখেছে, ভারত সরকার এক বিবৃতিতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছে। তাতে বলা হয়েছে, পাকিস্তানে ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ৯টি স্থানে হামলা চালানো হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে অবশ্য বলা হয়েছে, ভারতের ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ৫টি স্থানে আঘাত করেছে।
বিবিসি লিখেছে, ভারত সরকার বিবৃতিতে জানিয়েছে, তারা ‘অপারেশন সিন্দুর’ নামে একটি সামরিক অভিযান চালিয়েছে, যার লক্ষ্য পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত ‘সন্ত্রাসবাদী অবকাঠামো’, যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও হামলা পরিচালিত হচ্ছে।
ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন, যাদের বেশিরভাগই পর্যটক। এই হামলায় পাকিস্তানের দায় দেখছে ভারত। নয়াদিল্লির অভিযোগ, সন্ত্রাসীদের মদদ দেয় ইসলামাবাদ। এর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেই থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। সেই উত্তেজনার মধ্যেই ৭ মে গভীর রাতে পাকিস্তানের ৯টি স্থানে হামলা করল ভারত। এখন পাকিস্তান কী ধরনের প্রতিক্রিয়া দেখায় বা জবাব দেয়, তারপর ওপর নির্ভর করছে বাকিটা।
বিস্ফোরণের শব্দ শোনা গেছে
বিবিসি লিকেছে, পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ শহরের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়– সেই শব্দ অডিওতে ধরা পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের বিভিন্ন স্থানে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সংবাদ সংস্থাটি প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে বলছে, মুজাফফরাবাদে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।
ঢাকা/রাসেল