ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ১১ মে ২০২৫   আপডেট: ১১:৫৯, ১১ মে ২০২৫
কিয়েভের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব পুতিনের

দীর্ঘ তিন বছর ধরে যুদ্ধ চলার পর এই প্রথম কোনো শর্ত না রেখেই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুলে আলোচনায় বসতে চেয়েছেন রুশ প্রেসিডেন্ট।

রবিবার (১১ মে) রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

আরো পড়ুন:

ইউক্রেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের নেতারা আগামীকাল সোমবার থেকে নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরেই পুতিন এই প্রস্তাব দিলেন।

কিয়েভে বৈঠকে বসা নেতারা বলেছেন, তাদের আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন পেয়েছে এবং তাদের পরিকল্পনার সঙ্গে একমত না হলে মস্কোর ওপর ‘ব্যাপক’ নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন।

পুতিন তার মন্তব্যে স্পষ্টভাবে এ ব্যাপারে কথা বলেননি, তবে রাশিয়া-ইউক্রেন আলোচনার নতুন করে পাল্টা প্রস্তাবের রূপরেখা দেওয়ার আগে ইউরোপীয় ‘আল্টিমেটাম’ এবং ‘রাশিয়া-বিরোধী বক্তব্য’-এর তীব্র নিন্দা করেছেন।

রুশ প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, “আমরা প্রস্তাব করছি, কোনো পূর্বশর্ত ছাড়াই কিয়েভ সরাসরি আলোচনায় বসতে পারে। আমরা কিয়েভ কর্তৃপক্ষকে বৃহস্পতিবার ইস্তাম্বুলে আলোচনা পুনরায় শুরু করার প্রস্তাব দিচ্ছি।”

পুতিন চান দুই দেশের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ তুরস্কে হোক। এই সংলাপই শেষ পর্যন্ত দুই দেশকে যুদ্ধবিরতির দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সঙ্গে এ বিষয়ে কথা বলবেন বলেও জানান পুতিন। 

তিনি আরো বলেন, “আমাদের প্রস্তাব টেবিলের ওপর আছে। এখন এটা ইউক্রেনের সরকার এবং তাদের পৃষ্ঠপোষকদের ওপর নির্ভর করছে, যারা সম্ভবত জনগণের স্বার্থের চেয়ে নিজেদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা দ্বারা চালিত হয়।” 

তবে পুতিনের এই প্রস্তাবের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি কিয়েভ।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এর আগে বলেছিলেন, তিনি শান্তি আলোচনার জন্য প্রস্তুত, তবে কেবল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়