ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১১ মে ২০২৫  
রাশিয়ার সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ যুদ্ধবিরতি আলোচনার জন্য রাশিয়ার সঙ্গে সরাসরি বসতে প্রস্তুত।

ইস্তাম্বুলে পুতিনের আলোচনার আমন্ত্রণের সরাসরি সাড়া না দিয়ে তিনি বলেছেন, “এটি ইতিবাচক লক্ষণ যে, রাশিয়ানরা অবশেষে যুদ্ধ শেষ করার কথা বিবেচনা করতে শুরু করেছে। পুরো বিশ্ব অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছে। যেকোনো যুদ্ধের সত্যিকার অর্থে অবসানের প্রথম পদক্ষেপ হল যুদ্ধবিরতি।”

আরো পড়ুন:

জেলেনস্কি বলেছেন, “একদিনের জন্যও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার কোনো অর্থ নেই। আমরা আশা করি রাশিয়া আগামীকাল, ১২ মে থেকে একটি পূর্ণাঙ্গ, স্থায়ী ও নির্ভরযোগ্য যুদ্ধবিরতি নিশ্চিত করবে এবং ইউক্রেন বৈঠকের জন্য প্রস্তুত।

রবিবার ক্রেমলিন জানিয়েছে, দীর্ঘ তিন বছর ধরে যুদ্ধ চলার পর এই প্রথম কোনো শর্ত না রেখেই ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুলে আলোচনায় বসতে চেয়েছেন তিনি। ইউক্রেন, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের নেতারা আগামীকাল সোমবার থেকে নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানানোর কয়েক ঘন্টা পরেই পুতিন এই প্রস্তাব দিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়