আমরা পুতিনের খোঁজে বিশ্বজুড়ে দৌড়াতে পারি না: জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার তুরস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মুখোমুখি সাক্ষাতের চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার সম্ভাবনাকে ধাক্কা দিয়েছে। বৃহস্পতিবার জেলেনস্কি হতাশা প্রকাশ করে বলেছেন, “আমরা পুতিনের খোঁজে বিশ্বজুড়ে দৌড়াতে পারি না।”
যুদ্ধ বন্ধের লক্ষ্যে তুরস্কের ইস্তাম্বুলে বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের এ আলোচনা হওয়ার কথা ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, যদি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই শান্তি আলোচনায় অংশ নেন, তাহলে তিনি বৈঠকে অংশ নেবেন। তবে বৃহস্পতিবার তুরস্কে পুতিন যাননি। তিনি দ্বিতীয় স্তরের সহকারী এবং উপ-মন্ত্রীদের একটি দল পাঠিয়েছেন।
আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কি বলেছেন, পুতিনের যোগদান না করার সিদ্ধান্ত দেখাচ্ছে যে, রাশিয়ার নেতা যুদ্ধ শেষ করার বিষয়টিকে গুরুত্ব দেন না।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি নিজে ইস্তাম্বুল যাবেন না, তবে তার প্রতিরক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি দল পাঠাবেন। তাদের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার জন্য ম্যান্ডেট থাকবে।
তিনি বলেছেন, “আমরা পুতিনের খোঁজে বিশ্বজুড়ে দৌড়াতে পারি না। রাশিয়ার কাছ থেকে আমি অসম্মান বোধ করছি। কোনো সাক্ষাতের সময় নেই, কোনো এজেন্ডা নেই, কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নেই - এটি ব্যক্তিগত অসম্মান। এরদোগানের প্রতি, ট্রাম্পের প্রতি।”
ঢাকা/শাহেদ