নিউ ইয়র্কের ব্রুকলিন সেতুতে মেক্সিকো নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন সেতুতে সজোরে ধাক্কা দিয়েছে মেক্সিকোর নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুজন ক্রু সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো ১৯ জন আহত হয়েছেন।
রবিবার (১৮ মে) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ মে) রাতে ২৭৭ জন ক্রু বহনকারী মেক্সিকো নৌবাহিনীর ‘কুয়াউতেমোক’ প্রশিক্ষণ জাহাজের মাস্তুল বিখ্যাত ব্রুকলিন সেতুতে আঘাত করে। এতে ক্রু সদস্যরা মাস্তুলের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় মাস্তুলগুলো ভেঙে জাহাজের ডেকে পড়ে যায়।
নিউ ইয়র্ক পুলিশ বিভাগের প্রধান উইলসন আরামবোলেস এক সংবাদ সম্মেলনে বলেন, “রাত ৮:২০ মিনিটের দিকে ক্যাপ্টেন জাহাজটি চালনা করার সময় যান্ত্রিক সমস্যা ও বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। যার ফলে জাহাজটি সেতুর স্তম্ভের দিকে চলে যায় এবং জাহাজের মাস্তুল সেতুর সঙ্গে ধাক্কা খায়।”
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি ভিডিওতে দেখা গেছে, জাহাজের মাস্তুল সেতুর নিচের দিকে আঘাত করেছে এবং জাহাজটি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় মাস্তুলের উপরের অংশ ভেঙে ডেকের দিকে পড়ে যায়। সেতুতে কোনো দৃশ্যমান ক্ষতি দেখা যায়নি।
নিউ ইয়র্ক শহরের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, এ ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আহত ১৯ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
মেক্সিকোর নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ একটি পোস্টে বলেছে, তাদের প্রশিক্ষণ জাহাজ ‘কুয়াউতেমোক’ ব্রুকলিন সেতুতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে জাহাজটি প্রচারমূলক সফর চালিয়ে যেতে পারছে না। নৌবাহিনী ও স্থানীয় কর্তৃপক্ষ জাহাজের অবস্থা ও ক্রুদের নিরাপত্তা মূল্যায়ন করছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম বলেছেন, দুর্ঘটনায় দুই ক্রু সদস্যের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত।
ঢাকা/ফিরোজ