ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গনোরিয়ার টিকা বিশ্বে প্রথম চালু করছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১০, ২১ মে ২০২৫   আপডেট: ১৩:২৩, ২১ মে ২০২৫
গনোরিয়ার টিকা বিশ্বে প্রথম চালু করছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনবাহিত রোগ গনোরিয়ার বিরুদ্ধে টিকা দেওয়া শুরু করতে যাচ্ছে। বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিস। 

সংবাদমাধ্যমটি বলছে, প্রাথমিক অবস্থায় এই টিকা সবার জন্য উপলব্ধ হবে না। মূলত একাধিক যৌন সঙ্গী বা যৌন সংক্রামক রোগের ইতিহাস আছে এমন সমকামী এবং উভকামী পুরুষদের ওপর জোর দেওয়া হবে।

আরো পড়ুন:

এই টিকা ৩০-৪০ শতাংশ কার্যকর। তবে যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ এনএইচএস আশা করছে, এটি সংক্রমণের ক্রমবর্ধমান সংখ্যাকে বিপরীত করবে।

২০২৩ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৮৫ হাজারের বেশি গনোরিয়া রোগী রয়েছে, ১৯১৮ সালে রোগটির তথ্য সংরক্ষণ করার পর থেকে এটি সর্বোচ্চ।

গনোরিয়া রোগে আক্রান্ত হলে সবসময় উপসর্গ প্রকাশ পায় না। তবে ব্যথা, অস্বাভাবিক স্রাব, যৌনাঙ্গে প্রদাহ এবং বন্ধ্যাত্বের মতো লক্ষণ থাকতে পারে।

বিবিসি বলছে, কতজন মানুষ টিকা নিতে পছন্দ করবে তা অনিশ্চিত। তবে ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অনুমান অনুসারে, যদি টিকাটি জনপ্রিয় প্রমাণিত হয় তাহলে প্রায় ১ লাখ রোগীকে সুরক্ষা দিতে পারে। যা পরবর্তী দশকে এ খাতে এনএইচএসের প্রায় ৮ মিলিয়ন পাউন্ড সাশ্রয় করবে।

যৌন স্বাস্থ্যের প্রচারক ম্যাক্স, যিনি এক বছরের মধ্যে দুবার গনোরিয়ায় আক্রান্ত হয়েছেন, তিনি বিবিসিকে বলেছেন, এই টিকা তিনি অবশ্যই গ্রহণ করবেন।

ম্যাক্স বলেন, “আমি মনে করি, এটি একটি দুর্দান্ত ঘোষণা। এটি ক্লিনিকগুলোর ওপর থেকে চাপ কমাতে চলেছে। এটি সর্বত্র একটি বড় জয়।”

আগামী মাস থেকেই যুক্তরাজ্য এই টিকা দেওয়া শুরু করবে। 

এই টিকা কতটা কার্যকর?

বিবিসি জানিয়েছে, এই টিকাটি নির্দিষ্টভাবে গনোরিয়ার জন্য তৈরি করা হয়নি। এটি বর্তমানে শিশুদের দেওয়া মেনিনজাইটিস বি টিকা। কিন্তু দুটি রোগের কারণ হিসেবে যে ব্যাকটেরিয়া দায়ী, তা এতটাই ঘনিষ্ঠ যে মেনবি টিকা গনোরিয়ার ঘটনাকে প্রায় এক-তৃতীয়াংশ কমিয়ে আনে বলে ধারণা করা হচ্ছে।

এই টিকা গনোরিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি দূর করবে না। সাধারণত কনডম ছাড়া যৌন মিলনের কারণে গনোরিয়া হয়। 

কিন্তু টিকাটির সুপারিশকারী যৌথ টিকাকরণ ও টিকাদান কমিটির সভাপতি অধ্যাপক অ্যান্ড্রু পোলার্ড বলেছেন, এটি মাত্র ৩০ শতাংশ কার্যকর হওয়া সত্ত্বেও, এটি ‘গ্রহণযোগ্য’ এবং সামগ্রিকভাবে ‘একটি বিশাল প্রভাব’ ফেলতে পারে।

গনোরিয়ার চিকিৎসা করা ক্রমশ কঠিন হয়ে উঠছে। বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্টিবায়োটিকের একক ডোজ দিয়ে চিকিৎসা করা হয়। কিন্তু এই ব্যাকটেরিয়ার ইতিহাস ৮০ বছরের, যার ফলে গনোরিয়া বারবার মানবদেহে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

বর্তমান চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রেও এটি ঘটছে এবং এই কারণেই অনেক চিকিৎসক উদ্বিগ্ন যে, গনোরিয়া একদিন অচিকিৎসাযোগ্য হয়ে উঠতে পারে।

এনএইচএস ইংল্যান্ডের ডা. আমান্ডা ডয়েল বলেন, “গনোরিয়ার জন্য বিশ্বে প্রথম রুটিন টিকা চালু করা যৌন স্বাস্থ্যের জন্য একটি বিশাল পদক্ষেপ। এটি সংক্রমণের বিস্তার রোধ করতে এবং ব্যাকটেরিয়ার অ্যান্টিবায়োটিক প্রতিরোধী স্ট্রেনের ক্রমবর্ধমান হার কমাতে সাহায্য করবে।”

যুক্তরাজ্যে গনোরিয়ায় সবচেয়ে বেশি আক্রান্ত ব্যক্তিরা হলেন ১৬ থেকে ২৫ বছর বয়সী সমকামী এবং উভকামী পুরুষ এবং কৃষ্ণাঙ্গ ও ক্যারিবীয় বংশোদ্ভূত ব্যক্তিরা।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়