ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুদ্ধজাহাজ দুর্ঘটনা উত্তর কোরিয়ার ‘মর্যাদা ও গর্ব’ নষ্ট করেছে: কিম

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২২ মে ২০২৫   আপডেট: ১২:৫৬, ২২ মে ২০২৫
যুদ্ধজাহাজ দুর্ঘটনা উত্তর কোরিয়ার ‘মর্যাদা ও গর্ব’ নষ্ট করেছে: কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার (২২ মে) একটি নতুন যুদ্ধজাহাজ লঞ্চের সময় ‘গুরুতর দুর্ঘটনার’ নিন্দা করেছেন এবং এটিকে ‘অপরাধমূলক কাজ’ বলে অভিহিত করেছেন, যা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পাঁচ হাজার টনের একটি যুদ্ধজাহাজ আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করার আগে সেটির তলদেশের কিছু অংশ ভেঙে পড়েছিল, যার ফলে জাহাজটি ভারসাম্য হারিয়ে ফেলে।

আরো পড়ুন:

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন উপস্থিত ছিলেন। তিনি আগামী মাসে একটি গুরুত্বপূর্ণ দলীয় সভার আগে জাহাজটি পুনরুদ্ধার করার নির্দেশ দিয়েছেন এবং জাহাজটির নকশা তৈরির সাথে জড়িতদের এই ঘটনার জন্য দায়ী করার নির্দেশ দিয়েছেন।

অনুষ্ঠানে উত্তর কোরিয়ার নেতা বলেন, “এক মুহূর্তের মধ্যে আমাদের জাতির মর্যাদা এবং গর্বকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।”

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে দুর্ঘটনার ফলে কোনো হতাহত বা আহত হওয়ার কথা উল্লেখ করা হয়নি।

কিম বৃহস্পতিবারের দুর্ঘটনার জন্য ‘সম্পূর্ণ অসাবধানতা, দায়িত্বজ্ঞানহীনতা ও অবৈজ্ঞানিক অভিজ্ঞতা’কে দায়ী করেছেন। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর চংজিনের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

কিম আরো বলেন, “জড়িতদের ‘দায়িত্বজ্ঞানহীন ভুল’ আগামী মাসে অনুষ্ঠিতব্য পূর্ণাঙ্গ সভায় মোকাবিলা করা হবে।”

বিবিসির প্রতিবেদন বলছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের কী শাস্তি হতে পারে তা স্পষ্ট নয়। তবে উত্তর কোরিয়ার মানবাধিকারের রেকর্ড খুবই খারাপ।

দক্ষিণ কোরিয়ার সিনেমা দেখা থেকে শুরু করে দেশত্যাগের চেষ্টা পর্যন্ত নানা কারণে উত্তর কোরিয়া তার নাগরিকদের দীর্ঘমেয়াদে কারাগারে আটক রাখে।

সামরিক দুর্ঘটনার তথ্য উত্তর কোরিয়া সাধারণত প্রকাশ করে না, যদিও তারা অতীতে কয়েকবার এটি করেছে।

গত নভেম্বরে, একটি সামরিক উপগ্রহের মধ্য-আকাশে বিস্ফোরণকে ‘মারাত্মক ব্যর্থতা’ হিসাবে বর্ণনা করেছিল এবং ‘দায়িত্বজ্ঞানহীনভাবে প্রস্তুতি নেওয়া’ কর্মকর্তাদের সমালোচনা করেছিল।

২০২৩ সালের আগস্টে, দেশটি জরুরি বেস্টিং সিস্টেমের ত্রুটির জন্য আরেকটি ব্যর্থ উপগ্রহ উৎক্ষেপণকে দায়ী করেছিল। কিন্তু বলেছিল যে, এটি ‘কোনো বড় সমস্যা নয়’।

বৃহস্পতিবারের ঘটনাটি উত্তর কোরিয়া দেশের পশ্চিম উপকূলে একটি নতুন পাঁচ হাজার টনের যুদ্ধজাহাজ উন্মোচনের কয়েক সপ্তাহ পরে ঘটলো। দেশটির কর্মকর্তারা সেসময় জানিয়েছিলেন যে, এ ধরনের যুদ্ধজাহাজ ৭০টিরও বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে সজ্জিত।

কিম এই যুদ্ধজাহাজকে দেশের নৌবাহিনীর আধুনিকীকরণের ক্ষেত্রে একটি ‘অগ্রগতি’ বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে, এটি আগামী বছরের শুরুতে মোতায়েন করা হবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়