ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ২৪ মে ২০২৫   আপডেট: ১৩:০০, ২৪ মে ২০২৫
আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান ও ভারত

পাকিস্তান ও ভারত একে অপরের বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়িয়েছে। শুক্রবার (২৩ মে) প্রতিবেশী দেশ দুটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম ডন।  

আরো পড়ুন:

পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) একটি নোটাম (বিমানকর্মীদের প্রতি নোটিশ) জারি করে বলেছে, ভারতীয় বিমানের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা ২৪ জুন পর্যন্ত বহাল থাকবে।

পিএএ জানিয়েছে, “পাকিস্তানের আকাশসীমা দিয়ে ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা ২৪ জুন, ২০২৫ ভোর ৪:৫৯ পর্যন্ত বাড়ানো হয়েছে।” 

নোটামে বলা হয়েছে, “আকাশসীমা ব্যবহারের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা ভারতের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমানের জন্য প্রযোজ্য হবে। এমনকি ভারতীয় সামরিক বাহিনীর বিমানের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।”

এই নির্দেশের অধীনে, ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের মাধ্যমে পরিচালিত কোনো বিমান পাকিস্তানের আকাশসীমা দিয়ে প্রবেশ বা যাতায়াত করতে পারবে না।

এদিকে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একই ধরনের নোটাম জারি করে বলেছে, “সামরিক বিমানসহ পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, মালিকানাধীন অথবা ভাড়া দেওয়া সব ধরনের বিমান আগামী ২৩ জুন পর্যন্ত ভারতের আকাশসীমায় নিষিদ্ধ থাকবে।”

গত ২৪ এপ্রিল, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে প্রতিবেশী দেশ দুটির মধ্যে তীব্র উত্তেজনা তৈরি হয়। ভারত ও পাকিস্তান প্রথমবারের মতো গত মাসে আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপর শুক্রবার সেই নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি ঘোষণা দিলো।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়