ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৪ মে ২০২৫   আপডেট: ১৪:৩৩, ২৪ মে ২০২৫
রাশিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

রাশিয়ার ওরিওলে দেশটির একটি এমআই-৮ সামরিক প্রশিক্ষণ চলাকালে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এর ফলে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু নিহত হয়েছেন।

রুশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, শুক্রবার (২৩ মে) মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার (২২৯ মাইল) দক্ষিণ-পশ্চিমে ওরিওল অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। 

আরো পড়ুন:

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, “হেলিকপ্টারটি একটি নির্জন এলাকায় বিধ্বস্ত হয়। ভূমিতে কেউ হতাহত হননি। হেলিকপ্টারে থাকা ক্রুরা বেঁচে থাকতে পারেননি। দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে কারিগরি ত্রুটিকে বিবেচনা করা হচ্ছে।”

হেলিকপ্টারটিতে ক্রু সদস্যদের সংখ্যা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

রাশিয়ান অ্যারোস্পেস ফোর্সেস দুর্ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে বলে জানিয়েছে।

ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ দুর্ঘটনাস্থলে জরুরি সেবা ও পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন। একইসঙ্গে তিনি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা সম্পর্কে আশ্বস্ত করেছেন এবং অনুরোধ করেছেন যেন কেউ দুর্ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার না করেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়