ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৮, ২৪ মে ২০২৫   আপডেট: ১৬:১৬, ২৪ মে ২০২৫
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবার ভোরে চালানো এই হামলায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন। কিয়েভ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া কিয়েভজুড়ে ২৫০টি ড্রোন এবং ১৪টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার ফলে রাজধানীর একাধিক আবাসিক ভবনে আগুন লাগে। ২০২২ সালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি কিয়েভ শহরের উপর সবচেয়ে বড় সম্মিলিত (ড্রোন-ক্ষেপণাস্ত্র) বিমান হামলা।

আরো পড়ুন:

বিমান বাহিনী দাবি করেছে, তারা ছয়টি ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেন, “এই ধরনের প্রতিটি হামলার মাধ্যমে বিশ্ব আরো নিশ্চিত হয়ে উঠেছে যে, যুদ্ধ দীর্ঘায়িত করার কারণ মস্কো।”

তুরস্কে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর রাশিয়া এবং ইউক্রেন বন্দী বিনিময়ে অংশ নেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই হামলা শুরু হয়।

এক্স-পোস্টে জেলেনস্কি বলেন, “এটি একটি কঠিন রাত ছিল। কিয়েভ জুড়ে আগুন ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সরাসরি আঘাত বা ধ্বংসাবশেষ পড়ে অনেক ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।”

কিয়েভের কেন্দ্রস্থলের ঠিক বাইরে বসবাসকারী ৬৪ বছর বয়সী স্থানীয় বাসিন্দা ওলহা চিরুখা রয়টার্স সংবাদ সংস্থাকে বলেন, “আমি চাই রাশিয়া যুদ্ধবিরতিতে রাজি হোক। এভাবে মানুষদের ওপর বোমাবর্ষণ করা ভীতিকর। আমার তিন বছরের নাতনি ভয়ে চিৎকার করছিল।”

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সম্প্রতি বলেছিলেন, “রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোকে লক্ষ্য করে ‘অতিরিক্ত নিষেধাজ্ঞা’ মস্কোকে যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য করতে পারে।”

এদিকে, রাশিয়া গত সপ্তাহে জানিয়েছিল, দেশটিতে ইউক্রেন শত শত ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে রাজধানী মস্কোর ওপর হামলাও রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ৪৮৫টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়