ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজায় নতুন করে ৪০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২৮ মে ২০২৫   আপডেট: ০৯:০৭, ২৮ মে ২০২৫
গাজায় নতুন করে ৪০ শতাংশ এলাকা খালি করার নির্দেশ ইসরায়েলের: জাতিসংঘ

জাতিসংঘ সতর্ক করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণ ও নতুন করে এলাকা খালি করার নির্দেশ বেসামরিক ফিলিস্তিনিদের জীবন ধ্বংস করছে। 

গাজায় ইসরায়েলের নতুন বাস্তুচ্যুতির নির্দেশে ৪০ শতাংশেরও বেশি এলাকা রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর।

আরো পড়ুন:

মঙ্গলবার (২৭ মে) মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওবিএইচএ) এর উদ্ধৃতি দিয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “আমরা জোর দিয়ে বলছি যে, গাজায় দুর্ভিক্ষ রোধ করতে এবং যেখানেই থাকুক না কেন সকল বেসামরিক নাগরিকের চাহিদা মেটাতে মানবিক কার্যক্রমের একটি অর্থবহ স্কেল বৃদ্ধি অপরিহার্য।”

ইসরায়েলের আক্রমণ হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করছে বলে উল্লেখ করে ডুজারিক বলেন, “গতকাল, রাফা, খান ইউনিস এবং মধ্য গাজার প্রায় ১৫৫ বর্গকিলোমিটার (৬০ বর্গমাইল) এলাকা জুড়ে ইসরায়েল নতুন করে আরেকটি বাস্তুচ্যুতির আদেশ জারি করেছে। ৬০টিরও বেশি এলাকা খালি করতে বলা হয়েছে। এটি গাজা উপত্যকার ৪০ শতাংশেরও বেশি এলাকাকে প্রতিনিধিত্ব করে।"

জাতিসংঘের মুখপাত্র উল্লেখ করেন, বেইত হানুন, ইজবাত বেইত হানুন এবং বেইত লাহিয়ার বাস্তুচ্যুতি স্থানগুলো প্রায় খালি, অন্যদিকে খান ইউনিসের বাসিন্দারা এখনও প্রাকৃতিক দুর্যোগের কবলে রয়েছে এবং খাবার ছাড়াই দীর্ঘ দূরত্ব হেঁটে শারীরিকভাবে ক্লান্ত।

ডুজারিক বলেন, “মার্চ মাসে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, আমাদের অংশীদারদের অনুমান, ৬ লাখ ৩২ হাজারেও বেশি মানুষ আবারো পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”

স্বাস্থ্যসেবার অবনতি সম্পর্কে তিনি বলেন, “গত সোমবার থেকে যুদ্ধ, আক্রমণ বা বাস্তুচ্যুতি আদেশের কারণে দুই ডজনেরও বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং মোবাইল ক্লিনিক এবং একটি হাসপাতাল তাদের পরিষেবা স্থগিত করেছে।”

তিনি ইসরায়েলকে গাজায় মানবিক সাহায্যে প্রবেশের জন্য সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, “আন্তর্জাতিক আইনকে সম্মান করতে হবে এবং আর বিলম্ব না করে মানবিক কার্যক্রম সক্রিয় করতে হবে।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়