ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সীমা ঠিক করে দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ২৯ মে ২০২৫   আপডেট: ০৯:১৪, ২৯ মে ২০২৫
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তির সীমা ঠিক করে দিলেন ট্রাম্প

প্রতিদিনই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর নতুন নতুন নিয়ম চাপাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় এবার তিনি ওই বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ঠিক করে দিলেন। তাঁর মতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ১৫ শতাংশ হওয়া উচিত।

বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে চীনের সংবাদ সংস্থা সিনহুয়া।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তার আক্রমণ এবং তীব্র সমালোচনা অব্যাহত রেখেছেন। বুধবার (২৮ মে) হোয়াইট হাউজে ট্রাম্প সাংবাদিকদের বলেন, “হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ১৫ শতাংশ হওয়া উচিত।” একই সাথে তিনি বিদেশি শিক্ষার্থীদের তালিকা জমা দেওয়ার জন্য চাপ অব্যাহত রেখেছেন।

ট্রাম্প বলেন, “হার্ভার্ডকে তাদের বিদেশি শিক্ষার্থীদের তালিকা আমাদের দেখাতে হবে। তাদের বিদেশি শিক্ষার্থী রয়েছে। তাদের প্রায় ৩১ শতাংশ শিক্ষার্থী বিদেশি। প্রায় ৩১ শতাংশ। আমরা জানতে চাই, এই শিক্ষার্থীরা কোথা থেকে আসে। তারা কি ঝামেলা সৃষ্টিকারী?”

ট্রাম্পের দাবি, এই শিক্ষার্থীদের মধ্যে অনেকেই যুক্তরাষ্ট্রে উগ্র বামপন্থিদের মদদে ঝামেলা সৃষ্টিকারী।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থী ৩১ শতাংশ নয়, ১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ করা উচিত। আমাদের হার্ভার্ড ও অন্যান্য স্কুলে যেতে আগ্রহী এমন লোকেরা আছেন যারা বিদেশি শিক্ষার্থী থাকার কারণে ভর্তি হতে পারেন না।”

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফিরে আসার পর, অনেক মার্কিন বিশ্ববিদ্যালয়কে সতর্ক করে বলেছেন, যারা তাদের নীতিমালা পরিবর্তন করবে না তাদের তাহবিল হ্রাস করা হবে। ট্রাম্প প্রশাসনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে- ক্যাম্পাসে ইহুদি-বিদ্বেষ নির্মূল করা এবং সংখ্যালঘু গোষ্ঠীর পক্ষে বৈচিত্র্যপূর্ণ উদ্যোগ বাতিল করা।

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের শত শত মিলিয়ন ডলারের তহবিল স্থগিত করেছে, বহু শিক্ষার্থীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের উদ্যোগ নিয়েছে এবং হাজার হাজার ভিসা বাতিল করেছে। যদিও এর অনেকগুলো পদক্ষেপ আদালতের রায়ে স্থগিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো বলছে, এসব পদক্ষেপ শিক্ষার্থীদের বাকস্বাধীনতা ও শিক্ষা গ্রহণের অধিকারের ওপর আঘাত হানছে।

বিশেষ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্ট ট্রাম্পের মূল টার্গেটে পরিণত হয়েছে। দুই মাস আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুদান বন্ধ করে দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সঙ্গেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে করমুক্ত সুবিধা দেওয়া হবে না বলেও জানান ট্রাম্প। একই সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়ের অনুদানের টাকা টেকনিক্যাল স্কুলগুলোকে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ইহুদি-বিদ্বেষের কেন্দ্রস্থল বলে অভিহিত করেছেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে হার্ভার্ডের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি ও বিদেশি গবেষক স্বাগত জানানোর ক্ষমতা প্রত্যাহার করে নেয়। তবে এক ফেডারেল বিচারক সেটি সাময়িকভাবে স্থগিত করেছেন এবং এই বিষয়ে আদালতে শুনানির জন্য ২৯ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। 

হার্ভার্ডের তথ্য অনুসারে, বর্তমানে, হার্ভার্ড ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী ও গবেষক ভর্তি করে, যাদের বেশিরভাগই স্নাতক প্রোগ্রামে পড়াশোনা করছেন।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়