ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

অবশেষে পাকিস্তানের হামলায় যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ৩১ মে ২০২৫   আপডেট: ১৬:৩০, ৩১ মে ২০২৫
অবশেষে পাকিস্তানের হামলায় যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করলো ভারত

পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের কথা শেষ পর্যন্ত স্বীকার করলো দেশটির সামরিক বাহিনী। শনিবার ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান ব্লুমবার্গ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা স্বীকার করেছেন।

সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছেন অনিল চৌহান। শনিবার সেখানেই  একটি সাক্ষাৎকার দেন তিনি। ভারত-পাকিস্তানের সংঘাত এবং ভারতের যুদ্ধবিমান নিয়ে প্রশ্ন করা হলে সরাসরি উত্তর দেননি অনিল। তবে তিনি যা বলেছেন, তাতে যুদ্ধবিমান ধ্বংসের কথা স্পষ্ট হয়ে গেছে।

ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফের কাছে জানতে চাওয়া হয়- “ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের বিষয়ে একটি প্রশ্নের উত্তর এখনো মেলেনি। পাকিস্তান কি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করেছিল? 

আরো পড়ুন:

এর উত্তরে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলেননি ভারতের সেনা সর্বাধিনায়ক। 

তিনি বলেছেন, “আমাদের কাছে যুদ্ধবিমান ধ্বংসটা গুরুত্বপূর্ণ নয়। কেন সেটা ধ্বংস হল, সেটাই গুরুত্বপূর্ণ।”

সাক্ষাৎকার গ্রহণকারী এরপর আরো জোর দিয়ে প্রশ্ন করতে থাকেন, “তার মানে অন্তত একটি যুদ্ধবিমান পাকিস্তানি হামলায় ধ্বংস হয়েছিল?”

অনিল সংক্ষেপে ‘হ্যাঁ’ উত্তর দিয়েই ভারতীয় সেনার কৌশল ব্যাখ্যায় জোর দেন। 

তিনি বলেন, “যেটা ইতিবাচক দিক, সেটা হল, আমরা আমাদের কৌশলগত ভুলটা তখনই বুঝতে পেরেছি এবং সেটা শুধরে দু’দিন পর আবার সেই কৌশল প্রয়োগ করেছি। সব যুদ্ধবিমান আবার আমরা উড়িয়েছি এবং দূরের লক্ষ্যবস্তুকে নিশানা করেছি।”

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। এ ঘটনার ১৫ দিন পরে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই দিনই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত তিনটি যুদ্ধবিমান ধ্বংস করেছে। তবে ওই সময় থেকে পাকিস্তানের এ দাবি অস্বীকার করে আসছিল।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়