ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রোল বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২ জুন ২০২৫   আপডেট: ০৯:৫২, ২ জুন ২০২৫
যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থি বিক্ষোভে পেট্রোল বোমা হামলা

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরে ইসরায়েলপন্থি একটি বিক্ষোভে পেট্রল বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (১ জুন) দুপুরের দিকে এ হামলা হয়েছে।

সোমবার (২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের হাতে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির দাবিতে বোল্ডারে একটি বিক্ষোভ সমাবেশ চলাকালে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি ‘ফিলিস্তিন মুক্ত করো’ বলে চিৎকার করে এবং ঘরে তৈরি মলোটভ ককটেল (পেট্রোল বোমা) ছুঁড়ে মারলে ছয়জন আহত হন।  

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এটিকে ‘পরিকল্পিত সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল বলেন, ‘আমরা কলোরাডোর বোল্ডারে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে অবগত এবং ঘটনাটির আদ্যোপান্ত তদন্ত করে দেখছি।’

ডেনভার ফিল্ড অফিসের দায়িত্বে থাকা এফবিআইয়ের বিশেষ এজেন্ট মার্ক মিশেলেক জানান, ৬৭ থেকে ৮৮ বছর বয়সী ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গায়ে জামা (শার্ট) না থাকা এক ব্যক্তি দুই হাতে স্বচ্ছ স্প্রে বোতল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং তার সামনে ঘাসে আগুন জ্বলছে।

ভিডিওতে ওই ব্যক্তিকে চিৎকার করে বলতে শোনা যায়, ‘জায়নবাদীরা নিপাত যাক’, ‘ফিলিস্তিন মুক্ত করো’, ‘তারা খুনি’। তিনি লাল টি-শার্ট পরা কয়েকজনের দিকে তাকিয়ে এই কথাগুলো বলছিলেন, যারা মাটিতে পড়ে থাকা একজনের শুশ্রূষা করছিলেন।

বোল্ডার পুলিশপ্রধান স্টিভ রেডফার্ন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, “আমরা সেখানে পৌঁছানোর পর একাধিক আহত ব্যক্তিকে দেখতে পাই, যাদের শরীরে আগুনে পোড়া ও অন্যান্য ধরনের জখমের চিহ্ন ছিল।”

স্টিভ রেডফার্ন আরো বলেন, ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তাৎক্ষণিক ওই সন্দেহভাজনের মুখোমুখি হয়। কোনো ধরনের ঝামেলা ছাড়াই তাকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রবিবার কলোরাডোতে যে ঘটনাটি ঘটেছে তা গাজায় চলমান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত মার্কিন যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় উচ্চ-মাত্রার হামলা।

এর আগে গত ২১ মে, ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে ক্যাপিটাল ইহুদি জাদুঘরে একটি নেটওয়ার্কিং ইভেন্টের জন্য জড়ো হওয়া লোকদের উপর একজন ব্যক্তি গুলি চালিয়েছিল। এতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মী নিহত হন। হামলাকারী এলিয়াস রদ্রিগেজকে গ্রেপ্তারের সময় তিনি ‘ফিলিস্তিন মুক্ত করো’ বলে স্লোগান দেন। তার বিরুদ্ধে প্রথম-ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়