ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ৩ জুন ২০২৫   আপডেট: ২২:০৩, ৩ জুন ২০২৫
পাকিস্তানের হামলায় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো ভারত

পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করতে গিয়ে ইসলামাবাদের পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির কথা পরোক্ষভাবে স্বীকার করেছে ভারত। মঙ্গলবার ভারতের ডিফেন্স চিফ অব স্টাফ অনিল চৌহান বিষয়টি স্বীকার করেছেন।

পুণে বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে গিয়ে অনিল জানিয়েছেন, অভিযানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা গুরুত্বপূর্ণ নয়। বরং তার ফল অনেক বেশি জরুরি। 

কয়েক আগে সিঙ্গাপুরে একটি সমাবেশে যোগ দিতে গিয়ে বিদেশি সংবাদমাধ্যমের কাছে জেনারেল চৌহান প্রথম বার মেনে নিয়েছিলেন যে, ‘অপারেশন সিঁদুর’-এ বিমান ধ্বংস হয়েছে ভারতের। তার পরে দেশে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছিল মোদি সরকার। মনে করা হচ্ছে, এই আবহেই মঙ্গলবার তিনি জানিয়েছেন, অভিযানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তা জরুরি নয়। তার পরিণামই জরুরি।

আরো পড়ুন:

জেনারেল চৌহান বলেছেন, “ক্ষয়ক্ষতি গুরুত্বপূর্ণ নয়, পরিণাম গুরুত্বপূর্ণ। এর আগের সাক্ষাৎকারেও আমি বলেছি সে কথা।”

২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর পাকিস্তানকে দায়ী করে ভারত। এ ঘটনার ১৫ দিন পরে ৭ মে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই দিনই পাকিস্তান দাবি করে, তারা ভারতের অন্তত তিনটি যুদ্ধবিমান ও অসংখ্য ড্রো্রন ধ্বংস করেছে। এছাড়া ভারতের একাধিক বিমান ঘাঁটিতে হামলার কথাও বলেছে পাকিস্তান। তবে ওই সময় থেকে পাকিস্তানের এ দাবি অস্বীকার করে আসছিল ভারত।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়