ঢাকা     বুধবার   ১৬ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১ ১৪৩২

যে শর্তে ইরানে হামলার চিন্তা স্থগিত রাখতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৭, ১৯ জুন ২০২৫   আপডেট: ১৭:১১, ১৯ জুন ২০২৫
যে শর্তে ইরানে হামলার চিন্তা স্থগিত রাখতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সপ্তম দিনে গড়াল ইরান-ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে দুই দেশই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলায় সরাসরি জড়িয়ে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সূত্র জানিয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি বাতিলের শর্তে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখতে পারেন।

বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন, কিন্তু হামলা চালানো হবে কিনা, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। 

ইরান যদি তাদের পারমানবিক কর্মসূচি বাতিল করতে রাজি হয়, তবে ট্রাম্প হামলা শুরুর সিদ্ধান্ত স্থগিত রাখবেন বলে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা সূত্র বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে জানিয়েছে। 

আরো পড়ুন:

বুধবার ইরানের ওপর ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কিনা এমন প্রশ্নে ট্রাম্প বলেছিলেন, “আমি এটা করতে পারি, নাও করতে পারি।”

এর আগে সিবিএন জানিয়েছে, ইরানের ভূ-গর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ফোর্দোতে মার্কিন হামলার কথা ভাবছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

তবে ইরানিরা বলেছেন তারা “হোয়াইট হাউসের দরজায় ঝুঁকবে না।”

ইসরায়েলে হামলা শুরুর পর বুধবার প্রথমবার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে ইরান কারো কাছে আত্মসমর্পণ করবে না। ইরান, ইরানি জাতি এবং এর ইতিহাস সম্পর্কে জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তিরা কখনো এই জাতির সাথে হুমকির ভাষায় কথা বলবে না। কারণ ইরানি জাতি আত্মসমর্পণ করবে না। আমেরিকানদের জানা উচিত যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।”

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়