ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি কী?

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৮, ২০ জুন ২০২৫   আপডেট: ১০:১০, ২০ জুন ২০২৫
ইসরায়েল-ইরান সংঘাত নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি কী?

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে চীনের অবস্থানের ওপর নজর রয়েছে পুরো বিশ্বের। এরই মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং উদ্বেগ জানিয়েছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। তবে এত বড় সংঘাত নিয়ে তাদের সত্যিকার অবস্থান কী, তা পরিষ্কার নয়। কারণ, ইরানের সঙ্গে চীনের যেমন সুসম্পর্ক রয়েছে, তেমনি ইসরায়েলের ভালো সম্পর্কের কথা সবার জানা।

বিষয়টি নিয়ে জানতে আলজাজিরা কথা বলেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইরান অধ্যয়নের জ্যেষ্ঠ প্রভাষক আলাম সালেহের সঙ্গে। তিনি এখন ইরানে রয়েছেন। আলজাজিরা সালেহ বলেন, চীন তার পররাষ্ট্রনীতিতে ব্যবসাকে অগ্রাধিকার দিয়ে দৃষ্টিভঙ্গি গ্রহণ করে, যার অর্থ হলো তারা সবসময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নেয়।

আরো পড়ুন:

“বেইজিং শান্তি ও স্থিতিশীলতা চায়। কারণ এগুলোই অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য অপরিহার্য। তারা পশ্চিমা শক্তিগুলোর মতো হস্তক্ষেপমূলক নয়,” বলেন সালেহ। 

চীন তার অর্ধেকেরও বেশি অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে এবং ইরান থেকে তারা উল্লেখযোগ্য ছাড়ে তেল পায়। সালেহ বলেন, “তেলের পাইপলাইন খোলা রাখা বেইজিংয়ের জন্য অপরিহার্য।”

তিনি আরো বলেন, “যুদ্ধ এবং নিরাপত্তাহীনতা শুধু চীনা বিনিয়োগ, ব্যবসা ও বাণিজ্যকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং তেলের দাম এবং সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকেও প্রভাবিত করে।”

“তাই চীন স্থিতিশীলতা চায় এবং তারা যে কোনো ধরনের সংঘাত বা মুখোমুখি অবস্থানের সামরিক সমাধানের বিপক্ষে; এটি যার সঙ্গেই হোক না কেন,” যোগ করেন তিনি।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়