যুক্তরাষ্ট্রের ইরান হস্তক্ষেপকে ‘স্বাগত জানাবে’ চীন ও রাশিয়া

যুক্তরাষ্ট্র যদি ইরানে সামরিক হস্তক্ষেপ করে, তাহরে তা চীন ও রাশিয়ার জন্য একটি কৌশলগত বিজয়ের সুযোগ হয়ে দাঁড়াবে; এমনটাই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক আলম সালেহ।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সালেহ বলেন, “যদি যুক্তরাষ্ট্র ইরানে হস্তক্ষেপ করে, তাহলে চীন ও রাশিয়া খুব খুশি হবে। তারা চায় যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী দেশের সঙ্গে একটি অনির্দিষ্ট, দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়ুক। ইরান ইয়েমেনের হুথি গোষ্ঠী নয়, আফগানিস্তানের তালেবানও নয়; আর অবশ্যই সিরিয়া বা ইরাকও নয়।”
আলম সালহের সাক্ষাৎকারটি শুক্রবার প্রচার করেছে আলজাজিরা।
আলজাজিরাকে আলম সালেহ বলেছেন, চীনের প্রধান উদ্বেগ ইরানের তেল পাইপলাইন এবং আঞ্চলিক বাণিজ্য সচল রাখা হলেও যুক্তরাষ্ট্র যদি ইরানে জড়িয়ে পড়ে, তবে চীন ও রাশিয়া তাতে পরোক্ষভাবে লাভবান হবে।
তিনি বলেন, “যদি যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করে, তবে চীন ও রাশিয়া ইরানকে সীমিত সহায়তা দিয়ে এই যুদ্ধ দীর্ঘায়িত করার চেষ্টা করবে, যাতে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যে আরো কয়েক বছর ধরে বিপর্যস্ত রাখা যায়।”
তবে আলম সালেহ স্পষ্ট করেছেন, “তারা সরাসরি কোনো সামরিক হস্তক্ষেপ বা জড়িত হওয়ার চেষ্টা করবে না।”
অবশ্য ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র সংঘাতে জড়িয়ে পড়লে পরিস্থিতি কেমন হবে; তখন চীনের দৃষ্টিভঙ্গি কেমন হবে; তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।
ঢাকা/রাসেল