ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেনেভা আলোচনায় কোনো ‘লেনদেন’ করবেন না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ২০ জুন ২০২৫   আপডেট: ০৮:৩০, ২১ জুন ২০২৫
জেনেভা আলোচনায় কোনো ‘লেনদেন’ করবেন না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় নেতাদের সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন কিন্তু সেটি কোনো `সমঝোতা বা লেনদেনভিত্তিক আলোচনা' হবে না বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের অধ্যাপক ফোয়াদ ইজাদি।

আলজাজিরাকে ইজাদি বলেন, “আলোচনা আর আলোচনা-ভিত্তিক দর কষাকষি এক জিনিস নয়। এখন যেভাবে ইসরায়েল তেহরানসহ বিভিন্ন শহরে বোমাবর্ষণ করছে, সেই প্রেক্ষাপটে ইরান কোনো ধরনের ‘লেনদেনমূলক আলোচনা’ করতে পারে না।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “এটি একটি জোরজবরদস্তির কৌশল, যার মাধ্যমে ছাড় আদায় করার চেষ্টা চলছে। কিন্তু ইরান একটি স্বাধীন ও প্রাচীন রাষ্ট্র; এভাবে ছাড় দেবে না।”

ইজাদি বলেন, আরাগচি জেনেভায় যাচ্ছেন ‘কথোপকথনের জন্য, যা প্রকৃত অর্থে আলোচনা নয়।” তার মতে, পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় কর্মকর্তাদের স্মরণ করিয়ে দেবেন যে, তারা যেসব ছাড় চায়; যেমন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ত্যাগ, তা কোনোভাবেই সম্ভব নয়, কারণ ইরান নিরস্ত্র হতে পারে না।

ইজাদি বলেন, “যদি ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র না থাকত, তাহলে আজ ইসরায়েলি ও মার্কিন সেনারা তেহরানে অবস্থান করত।”

তিনি আরো বলেন, আরাগচি তার ইউরোপীয় প্রতিপক্ষদের সামনে এই বাস্তবতাগুলোর কিছুটা তুলে ধরবেন এবং এরপর তা তাদের ওপর নির্ভর করবে যে তারা ফিরে গিয়ে এমন একটি পরিসর তৈরি করেন কি না, যেখানে প্রকৃত অর্থে আলোচনা সম্ভব।”

১৩ জুন ভোরে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। তারপর পাল্টা হামলায় নামে ইরান। উভয় দেশ হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। 

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছে পৌঁছে গেছে বলে অভিযোগ তুলে দেশটিতে নজিরবিহীন হামলা চালায় ইসরায়েল। অথচ আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বলছে, ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর কাছাকাছি পৌঁছানোর কোনো প্রমাণ তাদের কাছে নেই। অথচ এই অভিযোগে ইরানের ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। 

ইরাকে রাসায়নিক অস্ত্রভাণ্ডার আছে বলে অভিযোগে ২০০৩ সালে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অথচ তেমন কোনো অস্ত্রই ছিল ইরাকে। এবার যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ইসরায়েল ইরাক মডেলে ইরানে হামলা চালাচ্ছে, যার কোনো ভিত্তিই নেই।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়