ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: জাতিসংঘে গ্রোসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৫, ২১ জুন ২০২৫   আপডেট: ০৯:৪৭, ২১ জুন ২০২৫
জাতিসংঘে গ্রোসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করল ইরান

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে গ্রোসির দৃষ্টিভঙ্গি এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানাতে ‘ব্যর্থতার’ অভিযোগ এনেছে তেহরান।

শনিবার (২১ জুন) ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিতক সংবাদমাধ্যম আলজাজিরার লাইভ খবরে এ তথ্য জানানো হয়। 

আরো পড়ুন:

এর আগে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি গত বৃহস্পতিবার গ্রোসির বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি দিয়েছিলেন। তার অভিযোগ, ইরানি পরমাণু স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার সময় গ্রোসি ‘নিষ্ক্রিয়’ ছিলেন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি গ্রোসির ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের প্রতি দৃষ্টিভঙ্গি’ এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের নিন্দা জানাতে ‘ব্যর্থতার’ তীব্র নিন্দা জানিয়েছেন।

জুনের শুরুতে গ্রোসি বলেছিলেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার বাধ্যবাধকতা ক্রমাগত এড়িয়ে যাচ্ছে। এর ফলে, আইএইএ ‘নিশ্চিতভাবে বলতে পারবে না যে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ।’

গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় গ্রোসি সতর্ক করে বলেছিলেন, ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা ‘পারমাণবিক সুরক্ষা এবং নিরাপত্তায় মারাত্মক অবনতি’ ঘটাচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়