ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

আকাশ থেকে বেলুন পড়ে গিয়ে ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২১ জুন ২০২৫  
আকাশ থেকে বেলুন পড়ে গিয়ে ৮ জন নিহত

ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনায় শনিবার ২১ জন যাত্রী বহনকারী একটি গরম বাতাসের বেলুন আকাশ থেকে পড়ে গিয়ে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। স্থানীয় ও রাজ্য কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

রাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, ভোরে উড্ডয়নের সময় পর্যটন বেলুনটিতে আগুন ধরে যায় এবং প্রাইয়া গ্রান্ডে শহরে বিধ্বস্ত হয়। গরম বাতাসের বেলুনটি কয়েক মুহূর্তের মধ্যে মাটিতে পড়ে যায়।

রাজ্যের রাজধানী ফ্লোরিয়ানোপলিস থেকে ১৭০ মাইল দূরে অবস্থিত মনোরম, গিরিখাত ভরা অঞ্চলটি ধান পর্যটন কেন্দ্র যা ব্রাজিলিয়ান ক্যাপাডোসিয়া।’ এখানে গরম-বাতাসের বেলুনে ভ্রমণ বেশ জনপ্রিয়।

সান্তা ক্যাটারিনার গভর্নর জর্গিনহো মেলো প্রিয়া গ্রান্ডে শহরের কাছে ঘটে যাওয়া এই ঘটনায় ‘আতঙ্ক’ প্রকাশ করে বলেছেন, “সেখানে ২১ জন ছিলেন - আটজন নিহত, ১৩ জন বেঁচে গেছেন।”

স্থানীয় সংবাদপত্র জার্নাল রাজাও জানিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকাল ৭টার দিকে।

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়