ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

সরাসরি: ইসরায়েলি আগ্রাসনের নিন্দায় কাতারের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ২১ জুন ২০২৫   আপডেট: ২১:৩৮, ২১ জুন ২০২৫
ইসরায়েলি আগ্রাসনের নিন্দায় কাতারের প্রধানমন্ত্রী

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল থানি ইরানে ইসরায়েলে আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে শনিবার (২১ জুন) ইস্তাম্বুলে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনের ফাঁকে বৈঠক করেন শেখ মোহাম্মদ।

আলজাজিরা লিখেছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শেখ মোহাম্মদ ইরানি ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের ‘তীব্র নিন্দা ও প্রতিবাদ’ পুনর্ব্যক্ত করেন। তিনি এটিকে ‘ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার লঙ্ঘন’ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে বর্ণনা করেন।

প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ আরো বলেন, “উত্তেজনা হ্রাস করতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সম্মিলিত প্রচেষ্টা চালানো জরুরি। সংলাপে ফিরে যাওয়ার জন্য কাতার তার অংশীদারদের সঙ্গে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এ দিন ওআইসির সম্মেলনে ফাঁকে  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি বলেন, তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা পুনরায় শুরু করাই বর্তমান সংঘাত নিরসনের একমাত্র পথ।

তুর্কি নেতা বলেছেন, “ইসরায়েলকে অবিলম্বে থামাতে হবে। পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে তুরস্ক একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, “ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত ও শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে কূটনৈতিক পথ খুলে দেওয়ার জন্য যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত।”

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়