ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরাসরি: কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ২৪ জুন ২০২৫   আপডেট: ১৪:৩১, ২৪ জুন ২০২৫
কয়েক সপ্তাহের মধ্যে এনপিটি চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে ইরান

তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফুয়াদ ইজাদি আলজাজিরাকে বলেছেন, ইরান এতদিন আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা করে আসছিল, কারণ তারা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) সদস্য। তবে এই সহযোগিতা তেহরানের জন্য কোনো সুবিধা বয়ে আনেনি।

তাই ইরান সম্ভবত ওই চুক্তির অনুচ্ছেদ ১০ ব্যবহার করতে যাচ্ছে। এই অনুচ্ছেদ সদস্য দেশকে এনপিটি চুক্তি থেকে সরে যাওয়ার সুযোগ দেয়।

আরো পড়ুন:

অধ্যাপক ফুয়াদ ইজাদি বলেন, “আগামী কয়েকদিন বা সপ্তাহের মধ্যেই এনপিটি ত্যাগ করতে পারে ইরান। 

“এই চুক্তির সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। অনেক দেশই এর সদস্য নয়। উদাহরণস্বরূপ, ইসরায়েল এনপিটির সদস্য নয়,” যোগ করেন তিনি।

তিনি আরো বলেন, “ইরানের পারমাণবিক স্থাপনাগুলো, যেগুলো আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার পর্যবেক্ষণে ছিল, সেগুলোর ওপর হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এসব স্থাপনায় হামলা করা নিষিদ্ধ, বিশেষ করে যেগুলো সবসময় পর্যবেক্ষণের আওতায় থাকে।”

“তাই দেখা যাচ্ছে, এনপিটির সদস্য হওয়া ইরানের কোনো উপকারে আসেনি। ইরানের পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্য এই চুক্তি থেকে বেরিয়ে আসার পক্ষে। আমি মনে করি, এই বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে ইরানে বিতর্ক শুরু হবে,” বলেন তিনি।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়