ঢাকা     বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ২ ১৪৩২

সরাসরি: ইরানি ক্ষেপণাস্ত্রে এক সেনা নিহতের দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৪ জুন ২০২৫   আপডেট: ২২:৫২, ২৪ জুন ২০২৫
ইরানি ক্ষেপণাস্ত্রে এক সেনা নিহতের দাবি ইসরায়েলের

ইরানের একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে মঙ্গলবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেভায় আঘাত হানে, যাতে কমপক্ষে চারজন ইসরায়েলি নিহত হন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক সৈনিক নিহত হয়েছে বলে দাবি করে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী নিহত সৈনিকের পরিচয় দিয়েছে। ১৮ বছর বয়সি এই ইসরায়েলি সেনার নাম এইতান জ্যাকস, যিনি বিরশেভা শহরের বাসিন্দা।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি অনুযায়ী, “ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে এইতান জ্যাকস নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) আলজাজিরা লিখেছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরশেভায় আঘাত হানে, যাতে কমপক্ষে চারজন ইসরায়েলি নিহত হন।

আরো পড়ুন:

১৩ জুন থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের হামলায় এখন পর্যন্ত ২৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন বলে দেশটি দাবি করেছে। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানে অন্তত ৬১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪,৭০০ জনের বেশি আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে। তবে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তেও উভয় দেশ হামলা, পাল্টা হামলা চালিয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা আসার পরও দুই দেশ পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এই লঙ্ঘনের জন্য ইসরায়েলকে বেশি দোষারোপ করেছে; তবে ইরানকেও দুষেছেন তিনি। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। অবশ্য ট্রাম্প নিজে উদ্যোগী হয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ৩৬০ ডিগ্রি ঘুরে শান্তির উদ্যোগ নিয়েছেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

ঢাকা/রাসেল


সর্বশেষ

পাঠকপ্রিয়