ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট 

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৮ জুন ২০২৫   আপডেট: ১২:৪০, ২৮ জুন ২০২৫
ট্রাম্পের ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ প্রেসিডেন্টদের নির্বাহী ক্ষমতা বাড়িয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জুন) সুপ্রিম কোর্টের এক রায়ে প্রেসিডেন্টের নির্বাহী আদেশ আটকানোর বিষয়ে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করা হয়েছে।

আরো পড়ুন:

এ রায়ের পর হোয়াইট হাউসের ব্রিফিং রুমে সাংবাদিকদের উদ্দেশে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বসিত হয়ে বলেছেন, “এটি বড় ও আশ্চর্যজনক সিদ্ধান্ত”। এতে ট্রাম্প প্রশাসন খুব খুশি বলেও জানিয়েছেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “এটি সংবিধান, ক্ষমতা পৃথকীকরণ এবং আইনের শাসনের জন্য স্মরণীয় বিজয়।”

উচ্চ আদালতের এ সিদ্ধান্ত কেবল ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ববিষয়ক আদেশকেই সমর্থন করে না, বরং তার অন্যান্য নীতিগত পদক্ষেপ কার্যকর করতে সহায়ক হবে। এর আগে ট্রাম্পের বেশকিছু সিদ্ধান্ত আটকে দিয়েছিল নিম্ন আদালত। 

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়