ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের জানাজা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ২৮ জুন ২০২৫  
ইসরায়েলি হামলায় নিহত ইরানিদের জানাজা রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত

ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘর্ষে নিহত ইরানের সামরিক কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীসহ প্রায় ৬০ জনের জন্য জানাজা অনুষ্ঠিত হয়েছে।

তেহরানের এঙ্গেলাব স্কয়ারের কাছে ইরানের পতাকায় মোড়ানো মৃত কমান্ডারদের প্রতিকৃতি সম্বলিত কফিনগুলো জনতা ঘিরে ছিল।

চলতি সপ্তাহের শুরুতে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত হওয়ার পর যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের অবসান ঘটে।

কালো পোশাক পরা শোকাহতদের বিশাল জনতা স্লোগান দিচ্ছিল, ইরানের পতাকা উত্তোলন করেছিল এবং নিহতদের ছবি তুলে ধরেছিলেন।

জানাজায় অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ বিনামূল্যে বাস এবং মেট্রো ভ্রমণের ব্যবস্থা করেছে। সরকারি অফিসগুলো শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে। 

যাদের সমাহিত করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ইরানের সর্বোচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা মোহাম্মদ বাঘেরি যিনি ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ছিলেন।

বাঘেরিকে তার স্ত্রী এবং কন্যার সাথে সমাহিত করা হবে। তারাও ইসরায়েলি হামলায় নিহত হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানে মোট ৬২৭ জন নিহত হয়েছে। 

ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলে ২৮ জন নিহত হয়েছেন।

ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডের কমান্ডার-ইন-চিফ হোসেইন সালামি এবং তেহরানের আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রধান মোহাম্মদ মেহেদি তেহরানচির মতো বেশ কয়েকজন পারমাণবিক বিজ্ঞানীর জানাজাও শনিবার অনুষ্ঠিত হয়েছে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়