ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪১, ২০ জুলাই ২০২৫   আপডেট: ০৯:৪৯, ২০ জুলাই ২০২৫
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির ‘ঘুমন্ত যুবরাজ’

সৌদি আরবের ‘ঘুমন্ত যুবরাজ’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর শনিবার (১৯ জুলাই) মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।

১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণকারী প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদি রাজপরিবারের একজন বিশিষ্ট সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র।

আরো পড়ুন:

প্রতিবেদন বলছে, লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নরত অবস্থায় মাত্র ১৫ বছর বয়সে ২০০৫ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হন প্রিন্স আল ওয়ালিদ, এতে তার মস্তিষ্কে গুরুতর আঘাত এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

জরুরি চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ আমেরিকান ও স্প্যানিশ চিকিৎসকদের সহায়তাও তার আর কখনো জ্ঞান ফেরেনি। তারপর থেকে দীর্ঘ দুই দশক তিনি কোমায় ছিলেন। সেভাবেই তার চিকিৎসা চলছিল।

২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল ওয়ালিদ মূলত প্রতিক্রিয়াহীন অবস্থায় কোমায় ছিলেন। মাঝে মাঝে যদিও তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার আলো জাগিয়ে তুলেছিল। ঐশ্বরিকভাবে তিনি সুস্থ হয়ে উঠবেন এই বিশ্বাসে দীর্ঘদিন অপেক্ষা করেছেন তার বাবা প্রিন্স খালেদ। হাসপাতালে বছরের পর পর ধরে তিনি তার ছেলের সেবাযত্নে সবসময় সরাসরি যুক্ত ছিলেন। অনেকেই তার ছেলের লাইফ সাপোর্ট খুলে ফেলার পরামর্শ দিলেও তিনি তা প্রত্যাখ্যান করেন। তার বিশ্বাস ছিল, জীবন ও মৃত্যু একমাত্র আল্লাহর হাতে।

সৌদি আরবের একটি বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রে এই যুবরাজের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে কোমায় থাকার কারণে তিনি ‘ঘুমন্ত যুবরাজ’ হিসেবে পরিচিতি পান।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়