ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুরো গাজা হবে ইহুদিদের জন্য: ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৫, ২৪ জুলাই ২০২৫   আপডেট: ২৩:০০, ২৪ জুলাই ২০২৫
পুরো গাজা হবে ইহুদিদের জন্য: ইসরায়েল

ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচায় এলিয়াহু বলেছেন, ইসরায়েল দ্রুত গাজা ধ্বংসের কাজ করছে এবং এই উপত্যকাকে সম্পূর্ণরূপে ইহুদিদের জন্য করে গড়ে তোলা হবে। বৃহস্পতিবার হারেদি রেডিও স্টেশনে তিনি এ কথা বলেছেন।

এলিয়াহু বলেছেন, “সরকার গাজাকে নিশ্চিহ্ন করার জন্য দ্রুত কাজ করছে। ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এই শয়তানকে নিশ্চিহ্ন করছি। আমরা এই জনগোষ্ঠীকে ‘মাইন কামফ’-এর শিক্ষা দিয়েছি।”

মাইন ক‍্যামফ হচ্ছে সাবেক জার্মান চান্সেলর অ্যাডলফ হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থ। এই বইয়ে হিটলার নাৎসিবাদ সম্পর্কে নিজস্ব ধারণা দেন। 

এলিয়াহু বলেছেন, গাজাকে ইহুদি বসতির জন্য পরিষ্কার করা হবে এবং ইহুদি শহরগুলা ‘কাঁটাতারে ঘেরা জেলা’ হবে না।

তিনি বলেছেন, “পুরো গাজা হবে ইহুদিদের জন্য।”

গাজাবাসীকে শয়তান আখ্যা দিয়ে এলিয়াহু বলেছেন, “গাজায় কোনো দুর্ভিক্ষ নেই। কিন্তু আমাদের উপত্যকার ক্ষুধা নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বিশ্বকে এটা নিয়ে উদ্বিগ্ন হতে দিন।”
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়