ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, তবে...

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ২৯ জুলাই ২০২৫  
ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য, তবে...

ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেছেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের আগে যুক্তরাজ্য ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তবে এর জন্য কিছু শর্ত রয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

মন্ত্রিসভার বৈঠকের লিখিত বিবরণী অনুসারে, স্টারমার বলেছেন এটি ঘটবে না  “যদি ইসরায়েলি সরকার গাজার ভয়াবহ পরিস্থিতির অবসানের জন্য বাস্তব পদক্ষেপ নেয়, যুদ্ধবিরতিতে পৌঁছায়, পশ্চিম তীরে কোনো দখলদারিত্ব হবে না এবং একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ায় প্রতিশ্রুতিবদ্ধ হয় যা একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রদান করে।”

তিনি জানিয়েছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে কোনো সমতা নেই এবং হামাসের প্রতি যুক্তরাজ্যের দাবি রয়ে গেছে - তাদের অবশ্যই সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে স্বাক্ষর করতে হবে, গাজা সরকারে তাদের কোনো ভূমিকা থাকবে না তা মেনে নিতে হবে এবং নিরস্ত্রীকরণ করতে হবে।

মন্ত্রিসভার বিবৃতিতে বলা হয়েছে, স্টারমার জাতিসংঘের সাধারণ পরিষদের আগে একটি মূল্যায়ন করার প্রতিশ্রুতি দিয়েছেন যাতে পক্ষগুলো এই পদক্ষেপ কতটা পূরণ করেছে, যাতে কোনও পক্ষই ভেটো না পায়, তা নিশ্চিত করা যায়।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়