ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন ভিসা চালু করছে চীন

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:২০, ১৫ আগস্ট ২০২৫
নতুন ভিসা চালু করছে চীন

তরুণ বৈজ্ঞানিক ও প্রতিভাবান প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করতে যাচ্ছে চীন। স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের পর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে তার দেশের নিয়ন্ত্রণ সংশোধনের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীন তার সাধারণ ভিসা বিভাগগুলোতে ‘কে ভিসা’ যোগ করবে। বিশেষ করে, যোগ্য তরুণ বিজ্ঞানী এবং প্রযুক্তি পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে এ ভিসা। এর জন্য আবেদনকারীদের অবশ্যই চীনা কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত, যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আরো পড়ুন:

নতুন এ নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে চীন বিদেশি প্রতিভাদের আকৃষ্ট করে নিজেদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি আরো দ্রুত করতে চাচ্ছে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়