ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ১৭ আগস্ট ২০২৫  
ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্প, আহত ২৯

ইন্দোনেশিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় ভোরে সুলাওয়েসির মধ্যাঞ্চলে এ ভূমিকম্প হয়েছে বলে  দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পের ফলে পোসো রিজেন্সিকে কেঁপে ওঠে এবং আশেপাশের এলাকায়ও তা অনুভূত হয়। এ ঘটনায় ২৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।্ তাৎক্ষণিকভাবে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি।

ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অফ ফায়ার’-এ অবস্থিত, যা একটি অত্যন্ত ভূমিকম্পগতভাবে সক্রিয় অঞ্চল। সেখানে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয় এবং প্রচুর পরিমাণে ভূমিকম্প সৃষ্টি করে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়