শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা
মার্কিন যুক্তরাষ্ট্র যখন রাশিয়ার আগ্রাসন থামাতে নতুন উদ্যোগ নিচ্ছে, ঠিক তখনই ইউক্রেনের ওপর ভয়াবহ হামলা চালিয়েছে মস্কো।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ইউক্রেনের বিমানবাহিনী জানায়, রুশ বাহিনী বুধবার রাতে ৫৭০টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি চালায়। তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো সফলভাবে ৫৪৬টি ড্রোন ও ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ঝাপোরিজ্জিয়া, দোনেৎস্ক ও লভিভে হামলা করা হয়। লভিভে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেছেন, “এই হামলা প্রমাণ করে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা ও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা জরুরি।”
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ শেষ করার লক্ষ্য সামনে রেখে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন। চলতি মাসেই তিনি আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এর পর তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে ওয়াশিংটনে পৃথক বৈঠক করেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট সম্ভাব্য শান্তি আলোচনার স্থান হিসেবে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া বা তুরস্কের নাম প্রস্তাব করেছেন।
জেলেনস্কি জানিয়েছেন, তিনি ‘যেকোনো ফরম্যাটে’ পুতিনের সঙ্গে বৈঠকে রাজি আছেন। এরমধ্যেই এ হামলার ঘটনা ঘটলো।
ঢাকা/ইভা