ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধানমন্ত্রীর পদ থেকে পায়েতংটার্নকে স্থায়ীভাবে বরখাস্ত করল থাই আদালত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫০, ২৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:২৪, ২৯ আগস্ট ২০২৫
প্রধানমন্ত্রীর পদ থেকে পায়েতংটার্নকে স্থায়ীভাবে বরখাস্ত করল থাই আদালত

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত নীতি লঙ্ঘনের অভিযোগে প্রধানমন্ত্রী পায়েতংটার্ন সিনাওয়াত্রাকে শুক্রবার তার পদ থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে। মাত্র এক বছর ক্ষমতায় থাকার পর বরখাস্ত হলেন পায়েতংটার্ন। এই ঘটনা সিনাওয়াত্রা পরিবারের জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা, যা নতুন অস্থিরতার যুগের সূচনা করতে পারে বলে জানিয়েছে রয়টার্স।

৩৯ বছর বয়সী পায়েতংটার্নকে জুলাইয়ে অস্থায়ীভাবে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আদালত তার রায়ে জানিয়েছে, জুন মাসে ফাঁস হওয়া একটি টেলিফোন কলে পায়েতংটার্ন নীতি লঙ্ঘন করেছেন। ওই ফোনকলে তিনি কম্বোডিয়ার প্রাক্তন নেতা হুন সেনের প্রতি অনুগত ছিলেন বলে প্রমানিত হয়েছে। অথচ ওই সময় উভয় দেশ সশস্ত্র সীমান্ত সংঘাতের দ্বারপ্রান্তে ছিল। 

৬-৩ ভোটে রায়ে আদালত বলেছে যে পায়েতংটার্ন জাতির স্বার্থের আগে তার ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিয়েছেন এবং দেশের সুনামকে ক্ষতিগ্রস্ত করেছেন, যার ফলে জনসাধারণের আস্থা নষ্ট হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে পার্লামেন্টে নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের পথ সুগম হবে। তবে পায়েতংটার্নের ক্ষমতাসীন ফিউ থাই দল দর কষাকষির ক্ষমতা হারাবে এবং ক্ষীণ সংখ্যাগরিষ্ঠতার সাথে একটি ভঙ্গুর জোট গঠনের চ্যালেঞ্জের মুখোমুখি হবে।

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পায়েতংটার্ন, দেশের যুদ্ধরত অভিজাতদের মধ্যে ক্ষমতার জন্য দুই দশক ধরে চলা অস্থির লড়াইয়ের মধ্যে সামরিক বা বিচার বিভাগ কর্তৃক অপসারণ করা বিলিয়নেয়ার শিনাওয়াত্রা পরিবারের ষষ্ঠ বা সমর্থিত প্রধানমন্ত্রী।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়