ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেড়েছে যমুনার পানি, প্লাবিত দিল্লির নিচু এলাকা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৫  
বেড়েছে যমুনার পানি, প্লাবিত দিল্লির নিচু এলাকা

যমুনা নদীর পানি বাড়তে থাকায় দিল্লির নিচু এলাকার রাস্তাঘাট প্লাবিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন বলে বুধবার জানিয়েছে এনডিটিভি অনলাইন।

গত কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি। হুহু করে পানি বাড়ছে যমুনায়। আবহাওয়া দপ্তর দিল্লিতে বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। ৬৩ বছরে বিপদসীমা ছাড়িয়ে সবথেকে বেশি ওপর দিয়ে বইছে যমুনার পানি। সন্ধ্যায় পানির স্তর আরো বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে।  যমুনা খাদার এবং ময়ূর বিহার ফেজ-১-এ ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করেছে।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে পুরানো রেল সেতুতে যমুনার পানির স্তর ২০৭ মিটার স্পর্শ করেছে। 

কর্তৃপক্ষ নিচু এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়েছে এবং পুরাতন রেলওয়ে সেতুটি যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। তবে, বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য, নদী কমে যাওয়ার পরে আসল সংগ্রাম শুরু হবে। কারণ তারা বন্যায় ভেসে যাওয়া তাদের ঘরবাড়ি সংস্কার করতে হবে।

স্থানীয় দোকানদার অনুপ থাপা জানান, রাত ১১টার দিকে তিনি তার দোকানটি খালি করেছেন। 

তিনি বলেন, “আমরা আমাদের বেশিরভাগ জিনিসপত্র সরিয়ে নিয়েছি, কিন্তু কিছু জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। পানি চলে যাওয়ার পরেও, আমাদের দোকানটি মেরামত করতে হবে, যার জন্য আমাদের খরচ হবে।”

দোকানের পাশে তার স্ত্রী এবং তিন বছরের মেয়ের সাথে বসবাসকারী থাপা রাস্তার পাশের একটি শিবিরে আশ্রয় নিয়েছেন। 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়