ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতের কর কাঠামোয় বড় পরিবর্তন মোদি সরকারের

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০০, ৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:০২, ৪ সেপ্টেম্বর ২০২৫
ভারতের কর কাঠামোয় বড় পরিবর্তন মোদি সরকারের

আসন্ন দীপাবলিতে ভারতীয়দের জন্য মোদি সরকারের বড় উপহার। ইনডাইরেক্ট কর কাঠামোয় বড়সড় রদবদল এনেছে কেন্দ্রীয় সরকার। পণ্য পরিষেবা কর (জিএসটি) কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল, জিএসটি কাউন্সিল তা অনুমোদন করেছে। বুধবার (৩ সেপ্টেম্বর) কাউন্সিলের ৮ ঘণ্টার দীর্ঘ বৈঠকের পরেই ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন জিএসটি হার ঘোষণা করেছেন। 

এবার থেকে দুটি হারে জিএসটি কার্যকর হবে- ৫ এবং ১৮ শতাংশ। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্তর ছিল, তা তুলে দেওয়া হলো। কিছু পণ্যকে রাখা হয়েছে ৪০ শতাংশ হারের বিশেষ তালিকায়, বিলাসবহুল পণ্য এবং তামাকজাত পণ্যে ৪০ শতাংশ জিএসটি থাকবে। চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ থেকেই নতুন কর কাঠামো কার্যকর হবে। এতে অন্তত ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমবে বলে অনুমান।

আরো পড়ুন:

এর আগে স্বাধীনতা দিবসের ভাষণে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জিএসটি ব্যবস্থায় বড় পরিবর্তনের কথা ঘোষণা করেছিলেন। বলেছিলেন, “দীপাবলিতে দেশের মানুষের জন্য কেন্দ্রের বড় উপহার নেক্সট জেনারেশন জিএসটি”। প্রধানমন্ত্রীর কথামতোই উৎসবের মৌসুম শুরুর আগেই জিএসটি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কাউন্সিল।

কেন্দ্রীয় সরকার ১২ ও ২৮ শতাংশ কর পুরোপুরি বন্ধ করে দিয়ে এই দুই কর স্ল্যাবের আওতায় থাকা পণ্য ও পরিষেবাগুলোকে ৫ শতাংশ ও ১৮ শতাংশের শ্রেণিতে ভাগ করে দিয়েছে। তার জেরেই একাধিক পণ্যের দাম কমার সম্ভাবনা তৈরি হয়েছে। 

দাম কমছে মাখন, ঘি, চিজ, পাস্তা, সস, কফি, কর্নফ্লেক্স, ইনস্ট্যান্ট ন্যুডলস, পিৎজা ব্রেড, চর্মজাত দ্রব্য, সার, বস্ত্র, থার্মোমিটার, গ্লুকোমিটার, চশমা, ক্লিনিক্যাল ডায়াপার, মেডিক্যাল অক্সিজেন, ৩২ ইঞ্চির বড় টিভি, ডিশ ওয়াশার, হেয়ার অয়েল, শ্যাম্পু, শেভিং ক্রিম, টুথপেস্ট, টুথব্রাশ, পেন্সিল, এসি, মার্বেল পাথর, গ্রানাইট পাথরের।

এছাড়া ট্র্যাক্টর, ট্র্যাক্টরের যন্ত্রাংশ, অটোর যন্ত্রাংশ, পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ি, ৩ চাকার গাড়ি, ৩৫০ সিসির নিচের বাইকের দাম কমছে। তবে বিলাসবহুল গাড়ির ওপর ৪০ শতাংশ জিএসটি বাড়ছে। 

নতুন জিএসটি হারে বিলাসবহুল সামগ্রীর দাম বাড়ছে। লটারি এবং পানমশলা, কোল্ড ড্রিঙ্কস, মদের মতো তামাকজাত পণ্যে  ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে। 

ব্যক্তিগত বিমা পলিসির ওপরও জিএসটি বাতিল করে শূন্য করা হয়েছে। এছাড়া যেসব জিনিসে ৫ শতাংশ জিএসটি ছিল সেগুলোও শূন্য করা হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে জীবনরক্ষাকারী ৩৩টি ওষুধ এবং পাউরুটি। রুটি-পরোটা, পনিরের ওপর থেকেও প্রত্যাহার করা হয়েছে জিএসটি। জৈব কীটনাশকের দাম কমছে।

২৮ শতাংশ স্ল্যাবের অন্তর্ভুক্ত সমস্ত জিনিসপত্র ১৮ শতাংশ স্ল্যাবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে গাড়ি, বাইক, তিন চাকার গাড়ি সস্তা হয়ে যাবে। এসি এবং ফ্রিজও এই তালিকায় অন্তর্ভুক্ত। আগে এগুলোকে ২৮ শতাংশ কর আরোপ করা হতো। এখন দিতে হবে ১৮ শতাংশ। এই শতাংশের আওতায় থাকছে সিমেন্ট, ৩৫০ সিসি বাইক ও অটো পার্টস।

ঢাকা/সুচরিতা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়